ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা

খালাস পাওয়া তিনজন একই কাজ অন্যদের সঙ্গে করলে তখন কী হবে, প্রশ্ন মায়ের

স্টাফ রিপোর্টার

(৭ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ১:১৫ অপরাহ্ন

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় তিন আসামিকে অভিযোগ থেকে খালাস দেয়ায় অসন্তোষ প্রকাশ করে শিশুটির মা বলেছেন, ‘আমি খুশি না। একই কাজ অন্যদের সঙ্গেও করতে পারে। তখন কী হবে?’ শনিবার রায় ঘোষণার পর মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘তারা তিনজন শাস্তি প্রাপ্য। কারণ তারা হত্যায় সহায়তা করেছে এবং তথ্য গোপন করেছে।’

এর আগে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। তবে এ ঘটনায় বাকি তিন আসামি খালাস পেয়েছেন। মামলার খালাস পাওয়া তিন আসামি হলেন, সজীব শেখ, রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম।

উল্লেখ্য, গত ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে যায় শ্রীপুর উপজেলার আট বয়সী শিশুটি। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

সবশেষ চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমের নামে মামলা করেন। পরে ওই চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

পাঠকের মতামত

ইন্নালিল্লাহ কি রায় দিল নিম্ন আদালতের বিচারপতি? এই ঘটনায় সারা দেশ যখন তোলপাড় তার প্রতিক্রিয়া কি এই রায়?

মাহে আলম
১৭ মে ২০২৫, শনিবার, ২:৪০ অপরাহ্ন

এটা কোন বিচার হলো! ঘৃনাভরে প্রত্যাখ্যান করি এই রায়! আর ঐ অযোগ্য বিচারকের অপসারণসহ শাস্তি কামনা এবং দাবী করি।

yousuf
১৭ মে ২০২৫, শনিবার, ২:৩৪ অপরাহ্ন

শিশুটির মা সম্পূর্ণ সঠিক বলেছেন, কোন আসামিরই খালাস পাওয়া যুক্তিসংগ নয়। বিচারটি আমার মতে সম্পূর্ণ সঠিক হয়নি।

সোহাগ
১৭ মে ২০২৫, শনিবার, ১:২৭ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status