ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

(৩ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ৪:৩৫ অপরাহ্ন

mzamin

চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ব্যাংককের রুটনিন আই হসপিটালের চিকিৎসকরা। ব্যাংককের হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন মির্জা ফখরুলের সর্বশেষ এই অবস্থার কথা শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, বিএনপি মহাসচিবের বাম চোখে অপারেশন পরবর্তী অবস্থা আলহামদুলিল্লাহ, এখন উনি সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শ হচ্ছে, উনাকে দুই সপ্তাহ ফ্লাই করা যাবে না। সেজন্য উনার দেশে ফিরতে দেরি হচ্ছে। যখনই চিকিৎসকরা বিমানে ফ্লাই করা অনুমতি দেবেন অর্থাৎ প্লেনে আসার মতো অবস্থা যখন হবে তখনই উনি ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন।
তিনি বলেন, চোখের অপারেশন কোনো কোনো সময়ে প্রেসার কমবেশি হয়। অর্থাৎ প্লেনের ভেতরে অনেক সময় প্লেসার বেড়ে যায় অথবা কমে যায়, এয়ার প্রেসারের কথা বলছি- তখন চোখের ভেতরেও কোনো কোনো ক্ষেত্রে জটিলতা হতে পারে। সেটাকে পরিহার করার জন্যই উনাকে দুই সপ্তাহ ফ্লাই না করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।
ডা. জাহিদ বলেন, উনার (মির্জা ফখরুল) তো ডান চোখ খোলাই আছে, ডান চোখে সব কিছু দেখতে পান, বাম চোখে গ্লাস দেয়া। এখন চোখের ওপর যাতে প্রেসার না পড়ে, বিছানায় শুয়ে থাকা, বিশ্রাম নেয়া, কালো গ্লাস পরে থাকা এবং কিছু পজিশন আছে- এগুলো মেন্টেইন করা ইত্যাদি কাজগুলো উনি করছেন। উনার পাশে ভাবী (রাহাত আরা বেগম) সহ কয়েকজন নিকট স্বজন আছেন।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে মির্জা ফখরুলের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।
গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিবের বাম চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। গত ১৩ মে চোখের জরুরি চিকিৎসার জন্য সহধর্মিণী রাহাত আরা বেগমকে নিয়ে ব্যাংকক যান মির্জা ফখরুল।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status