অনলাইন
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা
প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার
(১০ ঘন্টা আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১৩ অপরাহ্ন

মাগুরায় আট বছরের সেই শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। শনিবার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। তবে এ ঘটনায় বাকি তিন আসামি খালাস পেয়েছেন।
মামলার খালাস পাওয়া তিন আসামি হলেন, সজীব শেখ, রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগম।
উল্লেখ্য, গত ১ মার্চ মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের বাড়ি বেড়াতে যায় শ্রীপুর উপজেলার আট বয়সী শিশুটি। সেখানে সে ৬ মার্চ ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
সবশেষ চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা মাগুরা সদর থানায় মেয়ের শ্বশুর হিটু শেখ, জামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা জাহেদা বেগমের নামে মামলা করেন। পরে ওই চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পাঠকের মতামত
বাকীরা দুধে ধোঁয়া তুলসী পাতা হয়ে গেলো ? এটার নাম ন্যায় বিচার ? ঐ পাষণ্ড হিটুর মৃত্যু দন্ড বিপরীত থেকে অঙ্গ কেটে কেটে কার্যকর করা হউক ।
অন্য আসামীদের যাবৎজ্জীবন জেল হওয়া উচিৎ ছিল।
মেয়েটির বোনের স্বামী ও জড়িত, তাকে কেন খালাস দিল সেটা আমাদের বোধগম্য নয়। আশা করি উচ্চ আদালত বিবেচনা করিবেন।
এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারলাম না।
মৃত্যু দন্ড যদি দেয়া যায় তাহলে এর ধরন পরিবর্তন করা দরকার জনসম্মুখে ফাঁসি বা বিভিন্ন অঙ্গ কর্তন করে মৃত্যু নিশ্চিত করা তাহলে এই অপরাধ হয়তো বা নির্মুল হবে না তবে 90% কমবে
এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি। প্রত্যেক আসামীর মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।
এই ধরনের নরপিশাচ কে দ্রুত প্রকাশ্যে ফাঁসি দিতে পারলে ,অন্যরাও ভয় পাবে, আমার ,আপনার বাচ্চারা ভালো থাকবে।
চার জনেরই ফাঁসি হলে ভালো হতো !! এইসব জঞ্জাল রেখে জাতির ভবিষ্যতের জন্য আরো বিপদ !!