ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

ভারত

পশ্চিমবঙ্গে পাল্লা ভারী কার?

মানবজমিন ডিজিটাল

(৩ মাস আগে) ৪ জুন ২০২৪, মঙ্গলবার, ১১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

সকাল ১১টা পর্যন্ত খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ২৫টি আসনে, বিজেপি ১৪ এবং অন্যান্যরা ২টি আসনে। 
পশ্চিমবঙ্গে হুগলির তৃণমূলপ্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে আপাতত ৩৮০৪৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন রচনা। লকেট ৩৪৫৬ ভোটের ব্যবধানে রয়েছেন রচনার পরেই। এ ছাড়া হুগলির অন্য দুই কেন্দ্র শ্রীরামপুর এবং আরামবাগেও এগিয়ে তৃণমূল প্রার্থীরাই। বসিরহাট লোকসভা কেন্দ্রে অনেকটাই এগিয়ে গেলেন তৃণমূলপ্রার্থী হাজি নুরুল ইসলাম। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৪২ হাজার ৬৭৪। রেখা পাত্র থমকে ১২৯৯০ ভোটে। দু’জনের মধ্যে ভোটের ব্যবধান ২৯৬৮৪।   উত্তরবঙ্গের চারটি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। এর মধ্যে বিদায়ী কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিকের কেন্দ্র কোচবিহার রয়েছে। এছাড়া বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটেও এগিয়ে আছে তৃণমূল। মুর্শিদাবাদ ৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান। জঙ্গিপুরে ৯৫৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এগিয়ে মহুয়া মৈত্র। ১৭ হাজার ভোটে পিছনে ফেলেছেন বিজেপি প্রার্থী অমৃতাকে। বারাসতে ৭২৭৬  ভোটে এগিয়ে কাকলি ঘোষ দস্তিদার। বালুরঘাটে এগিয়ে রয়েছে তৃণমূলপ্রার্থী বিপ্লব মিত্র। পিছিয়ে বিজেপির সুকান্ত মজুমদার। কলকাতা দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়। যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ। দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ১০২০৩ ভোটে এগিয়ে। মালদা উত্তরে বিজেপি এগিয়ে ৮৬৯২ ভোটে। ঝাড়গ্রামে তৃণমূল এগিয়ে ৪০৫৫ ভোটে।মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রাপ্ত ভোট ৫৯৬৭। ৩২৪৯ ভোট পেয়ে পিছিয়ে জুন মালিয়া। বনগাঁয় ৫৩৮৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status