ঢাকা, ১৬ মার্চ ২০২৫, রবিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রমজান ১৪৪৬ হিঃ

ভারত

বুথফেরত সমীক্ষা বয়কট কংগ্রেসের, 'পরাজয় জেনেই এই সিদ্ধান্ত' পাল্টা খোঁচা বিজেপির

মানবজমিন ডিজিটাল

(৯ মাস আগে) ১ জুন ২০২৪, শনিবার, ২:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪২ পূর্বাহ্ন

mzamin

লোকসভা ভোট শেষ হতেই প্রকাশ্যে আসতে শুরু করবে একের পর এক বুথ ফেরত সমীক্ষা। রাজনৈতিক দলগুলো যেমন অপেক্ষায় থাকে এই বুথ ফেরত সমীক্ষার দিকে, তেমনই নজর রাখেন সাধারণ ভোটাররাও। এই সমীক্ষা প্রত্যেক সংবাদমাধ্যমেই হবে। তবে এই বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলে অংশ না নেবার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।

এই বুথফেরত সমীক্ষাগুলো থেকে জনমতের একটি আভাস পাওয়া যায়। যদিও সেটি যে সবসময় মিলে যাবে, তার কোনও নিশ্চয়তা নেই। এর মধ্যেই কংগ্রেস মুখপাত্র পবন খেরা এক্স হ্যান্ডেলে  আজ জানিয়েছেন, ‘৪ জুন ভোটের ফল প্রকাশের আগে কংগ্রেস কোনও জল্পনা-কল্পনায় যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভোটাররা তাদের ভোট দিয়েছেন এবং তাদের রায় সুরক্ষিত হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হবে। এর আগে শুধুমাত্র টিআরপির জন্য জল্পনা-কল্পনায় এবং স্লাগফেস্টে জড়ানোর কোনও কারণ আমরা দেখছি না। কংগ্রেস বুথ ফেরত সমীক্ষার ডিবেটে অংশ নেবে না। ৪ জুন থেকে আমরা খুশি মনে বিতর্কে অংশ নেব।’

যদিও বিজেপির দাবি, কংগ্রেস ভোটের আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে। আর তাই বুথফেরত সমীক্ষায় অংশ নিতে ভয় পাচ্ছে তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডার দাবি, বুথফেরত সমীক্ষার চ্যানেলগুলোর আলোচনা বয়কটের সিদ্ধান্তের অর্থ হলো- নিশ্চিতভাবে বিরোধী দল তাদের হার স্বীকার করে নিয়েছে। কংগ্রেসকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, খেলনা হারিয়ে যাওয়া বাচ্চার মতো আচরণ করছে কংগ্রেস। বিতর্কে অংশ নিতে অস্বীকার করাটাই তার প্রমাণ। দেশের তামাম বিরোধীরা এক জায়গায় হয়ে ইন্ডিয়া জোট গঠন করেছে। আজ, ভোট দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আগামী ৪ তারিখ ভোটবাক্স খুললেই বুঝতে পারবেন বিজেপির বিদায় দেশ থেকে আসন্ন। কেউ আটকাতে পারবে না।’‌

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status