ঢাকা, ২০ জুন ২০২৫, শুক্রবার, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চুয়াডাঙ্গায় আটক ৫, ৩ জনের জেল-জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ মে ২০২৪, বুধবার

চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দেয়া হয়। উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা বলেন, আচরণবিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে আলমডাঙ্গা উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ রিপন নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ২০০ টাকা জরিমানা এবং একই উপজেলার ভোগাইল বগাদি গ্রামের মোহাম্মদ সুজন নামে একজনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান এ আদালত পরিচালনা করেন। এ ছাড়া, সদর উপজেলায় ছয়ঘড়িয়া গ্রামের আনিছ আলীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, সদর উপজেলার নেহালপুর গ্রামের রাশেদুল ইসলাম ও আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামের রতন হোসেনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আটক করেছে পুলিশ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status