বাংলারজমিন
সদ্য কারামুক্ত বিএনপি নেতার লাশ মিললো পাটক্ষেতে
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
(৬ মাস আগে) ২১ মে ২০২৪, মঙ্গলবার, ৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১১ অপরাহ্ন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সারারাত নিখোঁজের পর সদ্য কারামুক্ত বিএনপি নেতা আজগার আলীর (৫৭) লাশ সকালে পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত আজগার আলী উপজেলার হাউলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও জয়রামপুর গাতির পাড়ার মৃত খোদা বকস'র ছেলে। সোমবার (২০ মে) বিকেলে আজগার আলী বাড়ি থেকে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন মঙ্গলবার (২১ মে) সকাল ৭টার দিকে সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ জয়রামপুর বেলে মাঠের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেন। এসময় মরদেহের পাশ থেকে একটি লাঠিও উদ্ধার করেছেন পুলিশ। নিহত আজগার আলীর ভাতিজা আরিফুল ইসলাম জানান, সোমবার (২০ মে) বিকেলে চাচা আজগার আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সারারাত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার (২১ মে) সকাল ৬টার দিকে মাঠে কাজ করতে যাওয়া গ্রামের কৃষকরা খবর দেয় গ্রামের বেলে মাঠের চাচার নিজ পাটক্ষেতে তার মরদেহ পড়ে আছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজগার আলী স্ট্রোক করে মারা গেছেন। তিনি আরও জানান, পারিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্ত না করে পরিবাবারের কাছে হস্থান্তর করা হয়।