অনলাইন
উপজেলা পরিষদ নির্বাচন
নাটোরের বাগাতিপাড়ায় বিশৃঙ্খলা, আটক ২
নাটোর প্রতিনিধি
(১ বছর আগে) ২১ মে ২০২৪, মঙ্গলবার, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪১ অপরাহ্ন

ভোট শুরুর পর নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাধা প্রদান ও মারপিটের ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রে শালিক প্রতীকের প্রার্থী আসলাম উদ্দিনের কর্মীদের বিরুদ্ধে আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলামের সমর্থকদের মারপিট ও এজেন্টেদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করায়। মারপিটের সময় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে ফাগুয়ারদিয়ার ইউনিয়নের ফাগুয়ারদিয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাধা প্রদান ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাইফুল ইসলাম ও আবুল বাশার নামে ২ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।