ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

যবিপ্রবি প্রতিনিধি

(১১ মাস আগে) ১২ মে ২০২৪, রবিবার, ৯:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১১ অপরাহ্ন

mzamin

লোকাল বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটছে। বহিরাগত মাসুদ নামের এক যুবক ঐ ছাত্রীকে শ্লীলতাহানি করেছে বলে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ঐ ছাত্রী। এ ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে যবিপ্রবি শিক্ষার্থীরা। তবে ২৪ ঘন্টার মধ্যে দোষীকে আইনের আওতায় আনার আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  বিশ্ববিদ্যালয়ের সকালের বাস মিস করায় ধর্মতলা থেকে ক্যাম্পাসগামী লোকাল বাসে ওঠে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী। পথিমধ্যে চূড়ামনকাঠি থেকে মাসুদ নামের এক যুবক ওঠে ঐ বাসে। বাসে সিট খালি না থাকায় ঐ শিক্ষার্থীর পাশে দাঁড়ায় মাসুদ। বাসে ভিড় থাকায় ঐ ছাত্রীর শরীরে স্পর্শ করতে থাকে ঐ যুবক। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত মাসুদকে সরে যেতে বললে, কথা না শুনে পুনরায় স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে ঐ যুবক। এসময় বাসে থাকা যাত্রীদের বিষয়টি অবহিত করলে তারাও কোন সুরাহা করতে পারেননি।

একপর্যায়ে বাসটি ক্যাম্পাসের গেটে আসলে ভুক্তভোগীর সঙ্গে নেমে পড়েন মাসুদ। তবে বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হবার পূর্বেই ছেলেটি পালিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনাটি সহপাঠীদের জানালে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তাঁরা। এদিকে বিচারের দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঐ ছাত্রী।

বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ভবনের সামনে  উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ আনোয়ার হোসেন। তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত শুনেন। পরবর্তীতে তিনি বলেন যেহেতু এবিষয়ে প্রক্টর বরাবর অভিযোগ দেওয়া হয়েছে  তাই আমরা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

পাঠকের মতামত

Dhaka is the capital city of Bangladesh; Jessore is the capital city of all crimes. The so called university is the factory of the production of the crimes!

crimecapitalcity!
১৩ মে ২০২৪, সোমবার, ৬:৩৬ পূর্বাহ্ন

মোবাইল নিয়ন্ত্রণে আনা এখন সময়ের ব্যাপার। অন্যথায় সম্ভব নয়। বিষয়টি অতিব জরুরী।

Anwarul Azam
১৩ মে ২০২৪, সোমবার, ১২:০০ পূর্বাহ্ন

বহিরাগত ছেলে টাকে শাস্তি দিলে সমাধা হবে! ভালো হয় তার মা বাবাকেও বিচারের আওতায় আনা যায় যদি। আরো ভালো হয় রাষ্ট্রকে বিচারের আওতায় আনা যায় যদি।

আবদুল্লাহ মঈন
১২ মে ২০২৪, রবিবার, ৯:৪৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status