ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ফের উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, মৃত ৩

মানবজমিন ডিজিটাল

(১১ মাস আগে) ১২ মে ২০২৪, রবিবার, ৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১২ অপরাহ্ন

mzamin

অস্বাভাবিক হারে কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ একাধিক ইস্যুতে  পথে নেমেছেন পাক অধিকৃত কাশ্মীরের জনতা। সেই প্রতিবাদ দমন করতে রীতিমতো মারমুখী পাক পুলিশ ও রেঞ্জার্সরা। চলছে গুলিও। শূন্যে গুলি চালানোর পাশাপাশি উন্মত্ত জনতার দিকেও তাক করা হয়েছে বন্দুকের নল, এমনটাও জানা গিয়েছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে তাঁরা গুলিবিদ্ধ হয়েছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। পাক সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল জম্মু ও কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। পাশাপাশি দোকানপাট বন্ধ রাখার আর্জি জানানো হয়। কিন্তু এই মিছিল রুখতে তৎপর পাকিস্তান । বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় পাক রেঞ্জার্স ও পুলিশ বাহিনী। দাদিয়াল তহসিল ও মিরপুর জেলায় বড় মিছিল বের হয়। সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপর অতিরিক্ত বাহিনী মোতায়েন করে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়। এমনকি সেখানে ১৪৪ ধারাও জারি করা হয়। এর পরেও বিক্ষোভ থামানো যায়নি।

অভিযোগ, শূন্য কয়েক রাউন্ড গুলি চলে। এমনকি, বিক্ষোভাকারীদের উপরও গুলি চালানোর অভিযোগ উঠেছে।  গত বছর আগস্ট মাস থেকে পাক অধিকৃত কাশ্মীরে বিদ্যুতের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। এনিয়ে ক্ষুব্ধ ছিলেন বাসিন্দারা। চলতি মাসের ফেব্রুয়ারিতে প্রয়োজনীয় দাবিদাওয়া পূরণ করা নিয়ে একটি চুক্তি করেছিল পাক সরকার। কিন্তু পিওকের বাসিন্দাদের প্রয়োজন মেটাতে কোনও পদক্ষেপ করা হয়নি। তার ওপর করের বোঝা। এরই প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। বিক্ষোভের মাঝে  পুলিশ আধিকারিককে পিটিয়ে মারা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে পাক প্রশাসনের তরফে মৃত্যুর খবর স্বীকার করা হয়নি। এই প্রসঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের সমাজকর্মী আমজাদ আয়ুব মির্জা জানান , ‘নিরস্ত্র জনতাকে নিশানা করছে পাক পুলিশ বাহিনী। গুলি চালাচ্ছে।  আন্দোলনকারীরা এক পুলিশ কর্মীকে পিটিয়ে মেরেছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছে আন্দোলনকারীরা।
সূত্র: livemint

পাঠকের মতামত

সংবাদের শেষ লাইন -- "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছে আন্দোলনকারীরা।"

Bonggoj Bihonggo
১২ মে ২০২৪, রবিবার, ৮:০৮ অপরাহ্ন

Pakistan is again playing stupid game in Azad Kashmir (!).

Ahmad Zafar
১২ মে ২০২৪, রবিবার, ৭:৫৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status