অনলাইন
চাকরির বয়স ৩৫ নিয়ে আমার সুপারিশপত্রের কার্যকারিতা শেষ: শিক্ষামন্ত্রী
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ১২ মে ২০২৪, রবিবার, ৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৫ অপরাহ্ন

চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ব্যাখ্যার পর তার নিজের সুপারিশের আর কোনো কার্যকারিতা থাকে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি ওই সুপারিশকে ঘিরে কোনো ধরনের জল ঘোলা না করার জন্য চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার সচিবালয়ে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সংবাদ শিক্ষামন্ত্রী বলেন, কিছু চাকরিপ্রার্থী আমার কাছে এসে চাকরির বয়সসীমা ৩৫ করা জন্য অনুরোধ করেছিলেন। তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনার সময় মনে হয়েছে, কিছু কিছু বিষয়ে সুপারিশ করা যেতে পারে। সে হিসেবে আমি একটি সুপারিশপত্র দিয়েছি। এখন দেখা যাচ্ছে, সে সুরারিশপত্র নিয়ে অনেকেই জল ঘোলা করার চেষ্টা করছেন। তিনি বলেন, ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে জাতীয় সংসদে পরিষ্কার করে বলে দিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে সরকারের কোনো ভাবনা নেই।
পাঠকের মতামত
It was better to discuss with Prime Minister before issuing any press release . It is not the mattet of his ministry. Excess of every thing is bad.
শেষ পর্যন্ত মন্ত্রী সাহেব ও ইউটার্ন খাইলেন !!!
We request to change the present education system and otherwise The nation don't pardon to Awamileague in future.
একজন মন্ত্রী হয়ে সরকারি পলিসির বাইরে যাওয়া আপনার উচিৎ হয়নি।
শিক্ষা মন্ত্রী হিসাবে আমরা আরো অভিজ্ঞ ব্যাক্তি আশা করি, ইনি যেভাবে এটাকে গিনিপিক বানাসসে, সকালে এক কথা বিকালে এক কথা। এর থেকে পরিত্রান দরকার।