অনলাইন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত
বান্দরবান প্রতিনিধি
(১১ মাস আগে) ১২ মে ২০২৪, রবিবার, ৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১২ অপরাহ্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আরাকান আর্মিদের গুলিতে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, আবুল কালাম অবৈধ পথে মিয়ানমারের সীমান্তের ৪৮ নং পিলারের ওপারে প্রায় দুই কিলোমিটার ভিতরে প্রবেশ করে। এতে ওই দেশের বিদ্রোহী আরাকান আর্মির এক সদস্যর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালামের মাথায় তারা গুলি করে। এতে তাৎক্ষণিক তার মৃত্যু হয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার বামহাতির ছড়ার একজন বাসিন্দাকে গুলি করে হত্যা করা হয়েছে।
পাঠকের মতামত
এখানে তো আরাকান আর্মির কোনো দুষ দেখি না।এমনিতেই সেখানে সংঘর্ষ চলতেছে,যেখানে ভয়ে তাদের নিজেদের সীমান্তরক্ষীরা আমাদের দেশে পালিয়ে আসতেছে সেই জায়গায় তাদের অভ্যন্তরে ঢুকে কিভাবে? আবার গিয়ে তর্কে জড়িয়ে যায় এটা কেমন কাজ?
আর কত?