অনলাইন
দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো গেলো না রাবি শিক্ষার্থীকে
রাবি প্রতিনিধি
(১১ মাস আগে) ৭ মে ২০২৪, মঙ্গলবার, ১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪২ পূর্বাহ্ন

অকালে মৃত্যুবরণ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী শাকিনুর রহমান সাব্বির। বিষধর রাসেল'স ভাইপার সাপের কামড়ে মৃত্যু হয় তার। তিনি মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।
গত রোববার সন্ধ্যায় পদ্মা নদীর তীরে সাব্বিরকে সাপ কামড় দেয়। এরপর সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করানো হয়। পরদিন সোমবার তিনি মৃত্যু বরণ করেন।
সাব্বিরের বন্ধু রাকিবুল ইসলাম বিপুল বলেন, মাগরিবের নামাজ শেষে কয়েকজন বন্ধু মিলে মোক্তার বাজার সংলগ্ন পদ্মার পাড়ে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে বসে জিলাপি খাচ্ছিল সবাই। জিলাপি খাওয়া শেষে তাদের মধ্যে একজন কাগজের প্যাকেট ফেলে দেয়। সেই কাগজ দিয়ে হাত মোছার জন্য আবার উঠাতে গেলে বিষধর রাসেল'স ভাইপার তাকে কামড় দেয়। তখন সাপটিকে মেরে ফেলে আধা ঘণ্টার ভিতরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাব্বিরকে। কিন্তু শেষমেশ তাকে বাঁচানো গেল না।
মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক দুঃখ প্রকাশ করে বলেন, সাব্বির অতি দরিদ্র পরিবারের ছেলে। তার পরিবার অন্যের জমিতে বসবাস করে। সাব্বির দারিদ্রতার কারণে চারঘাট উপজেলা থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতো এবং সে সেখানে পদ্মার পাড়ে টিউশন করাতো। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
পাঠকের মতামত
আল্লাহ পাক উনাকে মাফ করে জান্নাতুল ফেরদৌসের ফয়সালা করে দেন
আল্লাহ তাকে জান্নাত দান করুক।
Very sad. Our prayers are for the departed soul.
দুঃখজনক!!! মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।
Will u pl give me his Bikash no.????.