অনলাইন
ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার
(৫ মাস আগে) ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১১ অপরাহ্ন
ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন সাব্বির আহমেদ। ভিসায় যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্পদ ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ ও ভিয়েতনামে এইচএসবিসি এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ও ভিয়েতনামে ব্যাংকিং ও পেমেন্টে ২৭ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার।
দায়িত্ব পাওয়ার পর সাব্বির আহমেদ বলেন, আমি সরকার কর্তৃক নির্ধারিত ক্যাশলেস বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অপেক্ষায় আছি। ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ বলেন, সাব্বিরের পেশাগত অর্জন, বৈচিত্রময় ব্যাংকিং অভিজ্ঞতা আমাদের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে। এতে আমাদের ব্যবসায়িক লক্ষ্য ও ভিসার টেকসই প্রবৃদ্ধি হবে বলে আমরা আশাবাদী।