অনলাইন
চার জেলায় তীব্র তাপপ্রবাহ, সিলেটে স্বস্তির বৃষ্টি
অনলাইন ডেস্ক
(৪ মাস আগে) ২২ এপ্রিল ২০২৪, সোমবার, ৬:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন
দেশজুড়ে বইছে তাপপ্রবাহ। নাকাল জনজীবন। দেশের চার জেলায় উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এসব এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে সিলেটবাসীর উপভোগ করেছেন স্বস্তির বৃষ্টি। সারাদেশে গত ২৪ ঘণ্টায় একমাত্র সিলেটেই বৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ২০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে চার জেলাসহ ছয় স্থানে। এগুলো হলোÑ চুয়াডাঙ্গা, যশোর, টাঙ্গাইল, রাজশাহী, ঈশ্বরদী ও কুমারখালী। এ ছাড়া আট বিভাগের ১০ স্থানে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ, অর্থাৎ সেখানের তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রির মধ্যে। এই এলাকাগুলো হলো- ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, বগুড়া, বাদলগাছী, তাড়াশ, সৈয়দপুর, খুলনা, মোংলা, সাতক্ষীরা।