অনলাইন
টাইমস ম্যাগাজিনের কভারে প্রয়াত অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া
মানবজমিন ডিজিটাল
(১১ মাস আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন। স্বামীর মৃত্যুর পর রাজনীতির ময়াদানে পা রাখা ইউলিয়া নাভালনির অসম্পূর্ণ কাজ পূরণ করার অঙ্গীকার নিয়েছেন। বিরোধী নেত্রী হিসাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টক্কর দেয়াই এখন তার লক্ষ্য।
মস্কো টাইমসের রিপোর্ট মোতাবেক, তার রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্তের কথা বলতে গিয়ে, নাভালনায়া বলেন, আমি অ্যালেক্সির সমর্থকদের মনোবল বাড়াতে রাজনীতিতে নেমেছি। তাদের আশা জোগানোর পাশাপাশি প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাব। আমি আর অ্যালেক্সেই কোনওদিনই রাজনীতিতে আসা নিয়ে আলোচনা করিনি। কিন্তু যেটা ঘটেছে তা ঘটা উচিত ছিল না। ওরা যদি মনে করে অ্যালেক্সেইকে খুন করে সব কিছুর অবসান ঘটিয়ে দিয়েছে তাহলে ওরা ভুল ভাবছে।” ১৬ ফেব্রুয়ারি নাভালনি, পুতিনের একজন কট্টর সমালোচক, আর্কটিক পেনাল কলোনিতে চেতনা হারানোর পরে মারা যান। সেখানে তিনি দীর্ঘ কারাদণ্ড ভোগ করছিলেন।
সমালোচক এবং রুশ বিরোধী নেতারা নাভালনির মৃত্যুতে পুতিনের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। নাভালনায়া পুতিনের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ না নেয়ার জন্য পশ্চিমা নেতাদের সমালোচনা করেছিলেন। তিনি রাশিয়ান প্রেসিডেন্টকে একজন ‘গ্যাংস্টার’ বলে উল্লেখ করেন। ২০ বছরের বিবাহিত জীবনে সমস্ত রকম পরিস্থিতিতে নাভালনির পাশে থেকেছেন ইউলিয়া। তিনিই নাকি ছিলেন নিহত রুশ বিরোধীনেতার অন্যতম শক্তি। ক্যামেরার সামনে খুব একটা আসতে চাইতেন না ইউলিয়া। প্রচারের আলো থেকে সব সময় দূরে থাকতেন। কিন্তু এবার নিজেকে বদলে ফেলেছেন ইউলিয়া। গত মাসে নাভালনায়া হাজার হাজার রাশিয়ানকে নির্বাচনের চূড়ান্ত দিনে ভোট কেন্দ্র এবং দূতাবাস পরিদর্শন করার জন্য অনুরোধ করেছিলেন পুতিনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ দেখানোর জন্য। যদিও পঞ্চম মেয়াদে জয়ী হন পুতিন।
সূত্র : ইন্ডিয়া টুডে