অনলাইন
বঙ্গবন্ধু টানেলে টোল ফ্রি সুবিধা পেল যেসব গাড়ি
অনলাইন ডেস্ক
(৯ মাস আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০২ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে যুক্ত পুলিশ ও নৌবাহিনীর জরুরি যানবাহনগুলোকে আর টোল দিতে হবে না। গত বুধবারের সভায় বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করার কথা জানিয়েছেন টানেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ।
তিনি গণমাধ্যমকে বলেছেন, টানেলের অভ্যন্তরে অপারেশনাল কাজের প্রয়োজনে পুলিশ, নৌবাহিনীসহ যেসব সংস্থার গাড়ি টানেলে প্রবেশ করবে, সেগুলোকে টোল পরিশোধ করতে হবে না। এ বিষয়ে মন্ত্রণালয়ে একটি সিদ্ধান্ত হয়েছে।
টানেলের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক নিয়মিত সভায় পুলিশ, নৌবাহিনীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।
গত বছরের ২৮ অক্টোবর টানেল উদ্বোধনের পরদিন থেকে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। টানেলের সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছে নৌবাহিনী। কিন্তু টানেলের অভ্যন্তরে দুর্ঘটনাসহ নানা বিষয়ে আইনগত কাজ করে পুলিশ।
টানেলের অভ্যন্তরে বিভিন্ন সময়ে দুর্ঘটনার জন্য পুলিশকে ডাকা হয়। পতেঙ্গা ও কর্ণফুলী থানার ওসির গাড়ি ছাড়া পুলিশের যেসব গাড়ি টানেলে প্রবেশ করে সেগুলোকে দুই দফায় (প্রবেশ ও বাহির) টোল পরিশোধ করতে হত এতদিন। তবে এখন থেকে টানেলের ভেতরে দুর্ঘটনাসহ জরুরি প্রয়োজনে যেসব গাড়ি প্রবেশ করবে সেগুলোকে আর টোল পরিশোধ করতে হবে না।