ঢাকা, ৬ জুলাই ২০২৫, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৯ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

আবারো রক্তাক্ত বালুচিস্তান, গাড়ি থেকে নামিয়ে ৯ যাত্রীকে খুন করা হলো

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৩ এপ্রিল ২০২৪, শনিবার, ৬:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন

শনিবার ভোরবেলা বেলুচিস্তানের নোশকির কাছে  নয়জনকে খুন করা হলো।   বন্দুকধারীরা পাঞ্জাব থেকে আসা ওই যাত্রীদের একটি বাস থেকে নামিয়ে   গুলি করে হত্যা করে । পৃথক গাড়িতে আরেকটি হামলায় দুইজন নিহত হয়েছেন। ডেপুটি কমিশনার হাবিবুল্লাহ মুসাখেল ডন ডটকমকে বলেন, "প্রায় ১০-১২ জন বন্দুকধারী নোশকির কাছে সুলতান চরহাইয়ের কাছাকাছি কোয়েটা-তাফতান হাইওয়ে এন -৪০ অবরোধ করে এবং একটি বাস থেকে নয় যাত্রীকে অপহরণ করে।" বন্দুকধারীরা তাফতানগামী বাস থেকে যাত্রীদের পরিচয়পত্র চেক করে এবং তাদের অপহরণ করে। পরে তাদের গুলি করে হত্যা করা হয়। মুসাখেল বলেন, অপহৃত যাত্রীদের মৃত্যুর  দেড় ঘণ্টা পর কাছের একটি সেতুর নিচে পাওয়া যায়। তাদের জিনিসপত্র নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়। নোশকি স্টেশন হাউস অফিসার আসাদ মেঙ্গল ডন ডটকমকে বলেন, নিহত নয়জন পাঞ্জাবের বাসিন্দা।   পরিচয় নথি অনুসারে, নিহতরা - যাদের সবাই পুরুষ ছিল - ওয়াজিরাবাদ, মান্ডি বাহাউদ্দিন এবং গুজরানওয়ালার বাসিন্দা। একই জাতীয় সড়কে একটি পৃথক হামলায়, একটি গাড়ি যেটি বন্দুকধারীদের কর্ডনের মধ্য দিয়ে জোর করে যাবার চেষ্টা করেছিল তার উপর গুলি চালানো হয়, এতে একজন যাত্রী নিহত এবং চারজন আহত হয়। নোশকি সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট জাফর মেঙ্গল ডন ডটকমকে জানিয়েছেন, নিহতদের মরদেহ কোয়েটায় স্থানান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং বিস্তারিত বিবরণ চেয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন: "আমরা এই  মুহুর্তে শোকাহত পরিবারের পাশে আছি। সন্ত্রাসবাদের এই ঘটনার সঙ্গে জড়িতদের এবং তাদের সহায়তাকারীদের শাস্তি দেওয়া হবে।" তিনি সন্ত্রাসবাদকে মূল থেকে নির্মূল করার জন্য তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি  সন্ত্রাসীদের কঠোর  হাতে মোকাবেলা করার কথা বলেছেন।  সন্ত্রাসীরা তাদের ঘৃণ্য পরিকল্পনায় সফল হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি ।বুগতির নির্দেশে, এধি এবং পাকিস্তান দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)  অ্যাম্বুলেন্সের মাধ্যমে মৃত ব্যক্তিদের দেহ তাদের নিজ শহরে পাঠানো হচ্ছে।

সূত্র : ডন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status