খেলা
বাংলাদেশ সফরে আসছে ভারত সূচি ঘোষণা
স্পোর্টস রিপোর্টার
৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবারচলতি এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে ভারত নারী ক্রিকেট দল। গতকাল এই সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিম ইন্ডিয়ার মেয়েদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। সবগুলো ম্যাচই হবে সিলেটে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যার আয়োজক দেশ বাংলাদেশ। বিশ্বকাপের কন্ডিশনে মানিয়ে নিতেই বাংলাদেশ সফরে ভারত আগ্রহ প্রকাশ করেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন নারী কমিটির চেয়ারম্যান শফিউল আলম নাদেল। বিশ্বকাপ কন্ডিশনে মানিয়ে নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলও। একই সূত্রে এবার ভারতের মেয়েরাও আসছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারতীয় নারী দল। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩০ এপ্রিল হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তৃতীয় এবং চতুর্থ ম্যাচটি আবার অনুষ্ঠিত হবে দিনের আলোতে। এই দুটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মে। ওই ম্যাচটি আবার দিবারাত্রির। তিনটি ম্যাচ মূল ভেন্যুতে এবং দুটি আউটারে হবে।
Boycott .