অনলাইন
এবার দিনদুপুুরে থানচির দুই ব্যাংকে ডাকাতি
অনলাইন ডেস্ক
(১ বছর আগে) ৩ এপ্রিল ২০২৪, বুধবার, ১:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৩ পূর্বাহ্ন

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে লুটপাটের ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলার থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পৌঁছে বিস্তারিত জানাতে পারব। স্থানীয়রা জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে থানচি বাজার ঘিরে ফেলে ডাকাতরা। তারা ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে পড়ে। ব্যাংকের ভেতরে টাকা তুলতে যাওয়া একাধিক ব্যক্তি জানান, ডাকাতরা পাঁচ মিনিটের মতো ব্যাংকের ভেতরে ছিল। এই সময়ের মধ্যে তারা গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে সব টাকা লুট করে নিয়ে চলে যায়। তারা জানান, ভেতরে ঢুকেই ডাকাতরা নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেয় এবং গ্রাহক, কাউন্টার ও ভল্ট থেকে সব টাকা বস্তায় করে নিয়ে বের হয়ে যায়।
পাঠকের মতামত
মোটের উপর ফিল্মী কায়দায়।
বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়ে যায়, কোন সমস্যা হয় না। থানচির খরাইত্তা ব্যাংক চুরি হইছে, এটা আবার পত্রিকায় লেখার কি আছে।
Congratulations - dear law enforcing agencies. You all are having good time?