অনলাইন
ছাত্ররাজনীতি ফেরাতে বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবে ছাত্রলীগ
অনলাইন ডেস্ক
(৯ মাস আগে) ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি ফেরাতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের পক্ষ থেকে মোট চারটি কর্মসূচি ঘোষণা করা হয়।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন চারটি কর্মসূচি ঘোষণা করেন। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পাশাপাশি তারা বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাব্বীর আবাসিক হল ফিরিয়ে দেয়ার দাবিতে বুয়েট শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে। আর দুই কর্মসূচি হচ্ছে- সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গির কালোছায়া থেকে বুয়েটকে মুক্ত করতে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব আয়োজন এবং বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনা করা।
তবে কোনো কর্মসূচির তারিখ জানায়নি সংগঠনটি। বুয়েট শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমে বিঘ্ন না ঘটিয়ে তারিখ ঘোষণা হবে বলে জানিয়েছেন সাদ্দাম হোসেন।
বুয়েটে কমিটি দেয়া হবে কিনা জানতে চাইলে সাদ্দাম বলেন, কমিটি গঠনের চেয়ে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু করা আমাদের মূল উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।