অনলাইন
বুয়েটে অবশ্যই ছাত্ররাজনীতি থাকতে হবে: ছাত্রলীগ সভাপতি
স্টাফ রিপোর্টার
(১০ মাস আগে) ৩০ মার্চ ২০২৪, শনিবার, ৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বুয়েটে অবশ্যই ছাত্ররাজনীতি থাকতে হবে। বলেন, বুয়েট শিক্ষার্থীর হলে আসন বাতিলের সিদ্ধান্তকে আমরা একটি অন্যায্য সিদ্ধান্ত মনে করছি। আমরা মনে করি এটি অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি এবং শিক্ষাবিরোধী কর্মকাণ্ড। বুয়েটের একজন শিক্ষার্থীর যেমন রাজনীতি না করার অধিকার আছে ঠিক তেমনি একজন শিক্ষার্থীর রাজনীতি করারও অধিকার রয়েছে। অন্যায়ভাবে একজন শিক্ষার্থীও যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে ফয়সালা করবো।
শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন সাদ্দাম হোসেন।
বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবি এবং বুয়েট প্রশাসনের গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি, শিক্ষাবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রলীগ।
ছাত্রলীগ সভাপতি অভিযোগ করেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার নামে বুয়েটে নিষিদ্ধ ছাত্ররাজনীতির চর্চা শুরু হয়েছে। হিজবুত তাহরির, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন উগ্র ও মৌলবাদী ছাত্রসংগঠন এখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং তাদের রিমোট কন্ট্রোলের মাধ্যমেই সাধারণ শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে। এটির মাধ্যমে যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে আমরা সেটির বিরুদ্ধে প্রতিবাদ জানাই।
বুয়েট প্রশাসনের কাছে দাবি জানিয়ে তিনি আরও বলেন, বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার জন্য বুয়েট প্রশাসনকে জরুরিভাবে দাবি জানাই। তিনি বলেন, বুয়েটে অবশ্যই ছাত্ররাজনীতি থাকতে হবে। যদিও এই ঘটনাটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেদিন আমি শহীদ মিনারে গিয়েছিলাম। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তবে ঝুম বৃষ্টির কারণে ক্যাফেটেরিয়ায় গিয়েছি। এটি একটি সাধারণ বিষয়। এটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, রাজনীতি নিষিদ্ধ করার নাম করে বুয়েটে মৌলবাদীদের আষ্ফালন শিক্ষার্থীরা মেনে নেবে না। আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই অপতৎপরতা বন্ধ করতে বদ্ধপরিকর। অমানবিক, অগণতান্ত্রিক এবং পক্ষপাতমূলকভাবে রাব্বির সিট বাতিল করা হয়েছে। সংবিধান রক্ষিত রাজনীতি করার অধিকার বুয়েটেও থাকবে এটা আমরা অবশ্যই চাই। এ বিষয়ে আমাদের ভাবনা রয়েছে।
পাঠকের মতামত
বাংলাদেশে ছাত্র রাজনীতি কোন সুফল বয়ে আনে নাই,তাই সারা দেশে ছাত্র ও শিক্ষকদের রাজনীতি পুরাপুরি নিষিদ্ধ করা সময়ের দাবি।
বুয়েটসহ সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি চিরতরে নিষিদ্ধ করা উচিত। এসব নোংরা রাজনীতিতে জড়িত হলে ছাএরা লেখাপড়ার মন মানসিকতা হারিয়ে ফেলবে এবং দেশ জাতি সার্টিফিকেট দারী অশিক্ষিত সমাজে ভরে যাবে।
Students politics should banned all educational institutions. Student league is devastating now for all kinds of institutions Except Awami League.
chatro rajnitee sompurno nisiddo kora uchit..ai nongra rajnitir karone onek poribarer sopno vengge jacce.
Student Politics need to banned in all Educational Institutions soon.
Typing Mistake !! আসলে এটা হবে - বুয়েটে অবশ্যই ছাত্ররাজনীতি বন্ধ থাকতে হবে: ছাত্রলীগ সভাপতি
দেশের জনগন এখন আর ছাত্র রাজনীতি দেখতে চায় না। লেখাপড়ার মানোন্নয়ন চায়।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার আন্দোলন করা যেতে পারে। লেখাপড়া শেষ করে রাজনীতি করবে।
ছাত্রলীগের পতনধনী অতি সন্নিকটে
Of course it should be Stop
ক্যাম্পাস থেকে নয় সারা দেশ থেকে ছাত্রলীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে।
কেনো নিজেদের দলের কর্মী দের দিয়ে চাঁদাবাজি করানোর জন্য? আর দেশের মেধাবী কিছু ছাত্র দের কে নেশাখোর বানানোর জন্য ? নিজের দলের দ্বিমত কারীদের কিংবা নিরীহ কোন ছেলেকে পিটিয়ে মাড়ার জন্য? লজ্জা করেনা আপনাদের ?
আমাদের ছাত্র জীবনে বুয়েট ছাত্র রাজনীতি মুক্ত ছিল । তাই তখনকার বুয়েটের ইঞ্জিনিয়ার আজ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছেন । এখন বুয়েট কে ধ্বংস করছে ছাত্র রাজনীতি । সব শিক্ষা প্রতিষ্ঠানকে অসৎ ছাত্র রাজনীতি ধ্বংস করছে।
chatru rajniti bonder pokkhe amra sobai.
আজ প্রজন্ত এই ছাত্র নেতারা বিশেষ করে ১৯৯০ এর পর থেকে দেশের কি উপকারে এসেছে ????? এই ছাত্র রাজনীতির নামে নিরীহ ছাত্রদেরকে খুনি , চাঁদাবাজি , ছিনতাই এবং টেন্ডারবাজিতেই বেস্ত হয়ে আছে , তাই আমার দৃষ্টিতে সমগ্র বাংলাদেশেই ছাত্র রাজনীতি বন্ধ্য বা নিষিদ্ধ করে দেওয়াই ভালো তাহ না হলে খুনাখুনি দলাদলি করতে করতে অনেক ছাত্র/ ছাত্রীদের জীবনের সুবর্ণ সময়েটুকু নস্টো হবে এবং অনেক বাবা মার কোল খালি হতেই থাকবে । এই ছাত্র রাজনীতিতে শুধুমাত্র রাজনয়তিক দলেরই লাভ হয়ে যাচ্ছে কিন্তু সমাজের কোনই লাভ হচ্ছে না । বিশ্ববিদ্যালয়য়ে থেকে বের হয়েই যেনও যারা রাজনীতি করতে চায়ে তারাই রাজনীতি করতে পারে সেই আইন করা উচিত ।
IS THAT PART BUET STUDY ?
নিরীহ ছাত্রদেরকে অত্যাচারের জন্য ছাত্রলীগের রাজনীতির দরকার। তারা আরো ১০ আরবার হত্যা করতে পারে।
দেশ থেকে সাত্র রাজনীতি চিরতরে বন্ধ করা উচিত ।
YAHOO
বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কোনও নজির আছে ভাইডি !
তাহলে এখানে তুমরা রাজনীতি ই করো,,,জনগণের ট্যাক্স এখানে কেনো অযথা নষ্ট করবে? রাজনীতি করবে নাকি বিশ্বমানের, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার হবে?
বিশ্ববিদ্যালয়ে নোংরা রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে ।
বুয়েটে ছাত্র রাজনীতি চলবে না,না,না। ( আবরার কে ফেরত দিতে পারবেন?)