ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে জয় আবাহনীর

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৪ রানের আক্ষেপে পুড়ে শেষ হয়েছিল ওয়ানডে সিরিজ। ছিলেন সিলেট টেস্টের স্কোয়াডেও। তবে সাকিব ফেরায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন তাওহীদ হোসেন হৃদয়। বাদ পরেই ছুটে আসেন ঢাকা প্রিমিয়ার লীগে। আর নেমেই খেললেন বিস্ফোরক এক ইনিংস। পেয়ে যান সেঞ্চুরির দেখাও। আর তার ইনিংসে ভর করে আবাহনী পায় পাহাড়সম সংগ্রহ। যা টপকাতে হিমশিম খেয়েছে রূপগঞ্জ টাইগার্স। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ক্যারিয়ারসেরা ১২৫ রানের ইনিংস খেলেন হৃদয়। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বোলারদের ওপর ঝড় বইয়ে স্রেফ ৮৪ বলে ১১ চার ও ৬ ছক্কায় সাজান নিজের ইনিংস।

বিজ্ঞাপন
৮৪ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে হৃদয়ের দ্বিতীয় সেঞ্চুরি এটি। এছাড়া চোট কাটিয়ে ফেরা জাকের আলী অনিক করেন ৭৮ রান। তাদের রানে ভর করে ৩২০ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় আবাহনী। হারায় মাত্র ৪ উইকেট। সেই চারটি উইকেট আদায় করেন সোহাগ গাজী, আব্দুল্লাহ আল মামুন ও আবু হাসিম। ৩২১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮০ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। আবাহনী পায় ১৪০ রানের বড় জয়। মোসাদ্দেক হোসেন সৈকত ও নাহিদুল ইসলাম তিনটি করে উইকেট শিকার করেন। সাইফউদ্দিন পান দুই উইকেট। এটি লীগে আবাহনীর টানা ষষ্ঠ জয়।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status