ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

র‌্যাঙ্কিংয়ে উন্নতি মুমিনুল ও খালেদের, অবনতি লিটনের

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩২৮ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। দুই ইনিংসের ব্যাটারদের ব্যর্থতা চোখে পড়ার মতো। তবে এর মধ্যেও ব্যাটিংয়ে মুমিনুল হক সৌরভ ও বোলিংয়ে পেসার খালেদ আহমেদ দারুণ পারফর্ম করেন। আইসিসির র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে তার, তাতে উন্নতি হয়েছে দুজনেরই। তবে অবনতি হয়েছে লিটন কুমার দাসের। 
গতকাল আইসিসি র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ হয়। যেখানে টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫০তম স্থানে আছেন মুমিনুল। আর ৯ ধাপ এগিয়ে খালেদের অবস্থান ৮৯ নম্বরে। সিলেটে ম্যাচের চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। সেটা তাড়া করতে নেমে একপ্রান্তে মুমিনুল আকড়ে থাকলেও অন্যপ্রান্তে বাকিরা আসা যাওয়ার মিছিলে যোগ দেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে একমাত্র পঞ্চাশ ছোঁয়া ইনিংস আসে মুমিনুলের ব্যাট থেকে।

বিজ্ঞাপন
শেষ পর্যন্ত ৮৭ রানে অপরাজিত থাকেন তিনি। 
এই ম্যাচে দুই ইনিংসেই ব্যর্থ হন লিটন কুমার দাস। প্রথম ইনিংসে করেন ২৫ আর দ্বিতীয় ইনিংসে ফেরেন শূন্য রানে। ৭ ধাপ অবনতি হয়েছে তার। বর্তমানে মুশফিকুর রহীম ও দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডিন এলগারের সঙ্গে যৌথভাবে ২৪ নম্বরে আছেন তিনি। অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্তরও। দুই ইনিংস মিলিয়ে ১১ রান করা বাঁহাতি বাংলাদেশ অধিনায়ক ৯ ধাপ পিছিয়ে ৫৩ নম্বরে। 
বাংলাদেশিদের ব্যর্থতার দিনে বড় লাফ দেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া সিলভা। দুই ইনিংসেই সেঞ্চুরি (১০২ ও ১০৮) করা এই ডানহাতি ব্যাটার ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। একই টেস্টে দুই ইনিংসে ১০২ ও ১৬৪ রান করা কামিন্দু মেন্ডিস পুনরার র‌্যাঙ্কিংয়ে প্রবেশ করে আছেন ৬৪ নম্বরে। টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষ তিনে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম। আর বোলারদের মধ্যে এক নম্বর ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ।   
সিলেটে প্রথম ইনিংসে লঙ্কানদের টপ অর্ডার ধ্বসিয়ে দেন খালেদ আহমেদ। দ্বিতীয় ইনিংসেও তার বোলিং ছিল দুর্দান্ত। দুই ইনিংস মিলিয়ে নেন ৪ উইকেট (প্রথম ইনিংসে ৩ আর দ্বিতীয় ইনিংসে ১)। এই বোলিংয়ে ৯ ধাপ উন্নতি হয় তার। একই ম্যাচে দুই ইনিংসে ৭ উইকেট নেওয়া লঙ্কান বাঁহাতি বোলার ৭ ধাপ এগিয়ে উঠেছেন ৪৭ নম্বরে। আর  প্রথম ইনিংসে তিনটির পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া কাসুন রাজিথা ৬ ধাপ এগিয়ে আছেন ৩৮ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। সাকিব আল হাসান আছেন তিনে। এক ধাপ এগিয়ে মেহেদী হাসান মিরাজ আছেন ১৪ নম্বরে।

 

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status