ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘সাকিবের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়ে দেবে’

স্পোর্টস রিপোর্টার

(১ মাস আগে) ২৩ মার্চ ২০২৪, শনিবার, ১২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৯ পূর্বাহ্ন

mzamin

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফিরতে পারেন সাকিব আল হাসান। এমন গুঞ্জনে সরব বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। সাকিবের মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হর্তাকর্তারা।  

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব আল হাসান। বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর আগেই ছুটিতে যান বিশ্বসেরা অলরাউন্ডার। তবে সম্প্রতি জানা গিয়েছে, টেস্ট সিরিজে খেলতে চেয়েছিলেন সাকিব। গুঞ্জন উঠেছে, চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এ বিষয়ে শুক্রবার বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘সাকিব যদি টিমে আসে তাহলে আমাদের শক্তি অনেক বেড়ে যায়। খেলোয়াড় হিসেবে সে অসাধারণ। সে যদি আসে আমাদের শক্তি বাড়বেই।’ 

লাল বলের ক্রিকেটে সাকিবের ফিরতে চাওয়াকে ভালোভাবেই দেখছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

বিজ্ঞাপন
তিনি বলেন, ‘সাকিবের মতো এমন একজন অভিজ্ঞ, ডায়নামিক খেলোয়াড় দলে থাকা মানে, দলের জন্য একটা বাড়তি পাওয়া। একটা বোলার, একটা ব্যাটারের যে কম্বিনেশন- সেটা যদি একজন খেলোয়াড় দিয়ে পাওয়া যায় তাহলে দলের জন্য বাড়তি পাওয়াই হবে। সবসময় চাই যে, সে দলে থাকুক। ছুটি শেষের আগেই যদি সে ফিরে আসতে চায়, আমাদের তো কোনো সমস্যা নেই।’ আগামী ৩০শে মার্চ চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। 

গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ^কাপে শ্রীলঙ্কার বিপক্ষেই জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচটি খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর বিপিএল খেলে ছুটি নেন শ্রীলঙ্কা সিরিজ থেকে।
 

পাঠকের মতামত

শাকিব জাতীয় দলে অন্তর্ভুক্ত যতদিন থাকবে ততদিন বাংলাদেশের কোন খেলা দেখব না

ataul kabir
২৪ মার্চ ২০২৪, রবিবার, ৪:৩৮ অপরাহ্ন

কিন্তু সাকিব ফিরলে আমরা খুশি নই। কারন- "দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল"।

দিদারুল আলম
২৩ মার্চ ২০২৪, শনিবার, ৯:৩৫ অপরাহ্ন

‘সাকিবের অন্তর্ভুক্তি দলের সিণ্ডিকেট শক্তিশালী করলেও দল দুর্বল হবে - দল এখন যে কোন সময়ের চেয়ে শক্তিশালী

ASS AALAM
২৩ মার্চ ২০২৪, শনিবার, ৪:৪৬ অপরাহ্ন

সাকিব আমাদেরকে অনেক কিছু দিয়েছে, ক্রিকেট থেকে সে নিজেও প্রচুর পেয়েছে । এখন সাকিবকে বিদায় বলতে চাই, বিরক্তি / প্রতারণা ছাড়া তার আর কিছুই দেওয়ার নেই । সাকিবকে ছাড়াই চলুন, সেটাই মঙ্গলজনক ।

N Islam
২৩ মার্চ ২০২৪, শনিবার, ২:০৬ অপরাহ্ন

কোনো দরকার আছে কি।

তৌফিকুর রেজা
২৩ মার্চ ২০২৪, শনিবার, ১:৩৫ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status