খেলা
রিয়াল মাদ্রিদ সভাপতির প্রশ্ন, ‘এমবাপ্পে কে?’
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ৯ মার্চ ২০২৪, শনিবার, ১:২০ অপরাহ্ন

২০১৭ সাল থেকে কিলিয়ান এমবাপ্পেকে ভেড়াতে চাইছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, আগামী জুনেই লস ব্লাঙ্কোদের ৭ বছরের চেষ্টা সফল হতে চলেছে। তবে যাকে নিয়ে রিয়ালের এত সাধনা, সেই এমবাপ্পেকেই নাকি চেনেন না ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ!
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে কে না চেনে। রিয়াল সভাপতি পেরেজেরও না চেনার কোনো কারণ নেই। মূলত এক ভক্তের কথার জবাবে কৌতুক করে ‘এমবাপ্পে কে?’ প্রশ্ন করেন পেরেজ। শুধু এমবাপ্পে নয়, বায়ার্ন মিউনিখের কানাডিয়ান ডিফেন্ডার আলফোন্সো ডেভিসকে নিয়েও একই প্রশ্ন করেন তিনি। সম্প্রতি এক ভক্তের ফটো তোলার আবদার মেটাতে গিয়ে কথাগুলো বলেন পেরেজ। সেই রিয়াল ভক্ত ছবি তোলার সময় ক্লাব সভাপতিকে বলেন, ‘যদি আপনি ডেভিস এবং এমবাপ্পেকে দলে নেন, তাহলে নিঃসন্দেহে আমরা সব ট্রফি জিততে পারব।’ পেরেজের হাস্যোজ্জ্বল জবাব, ‘এমবাপ্পে কে? ডেভিস কে?’
আগামী ৩০শে জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। ফরাসি দৈনিক লা প্যারিসিয়ানের দাবি, বিশ্বকাপজয়ী তারকার রিয়াল মাদ্রিদ গমন এবার নিশ্চিত। এদিকে রিয়ালে যোগ দেয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন কিলিয়ান। পিএসজির সাবেক সতীর্থ সার্জিও রামোসের সাহায্যে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু সংলগ্ন বাড়ি খুঁজছেন এমবাপ্পে। তবে রিয়ালে যোগ দেয়ার জন্য কিছু শর্তও দিয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। মোটা অঙ্কের বেতন-বোনাসের সঙ্গে সাইনিং বোনাসও দাবি করছেন এমবাপ্পে। একইসঙ্গে সহোদর ইথান এমবাপ্পের সঙ্গেও চুক্তি করতে রিয়ালকে বলেছেন তিনি। রিয়ালও নাকি এমবাপ্পের শর্ত মেনে নিতে প্রস্তুত।