প্রবাস
মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকমিশনারের শ্রদ্ধা
আরিফুল ইসলাম, মালয়েশিয়া
(১০ মাস আগে) ৭ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৬ অপরাহ্ন
বৃহস্পতিবার মালয়েশিয়া সময় সকাল ১১ টায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় সংগীত সহযোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি। হাইকমিশন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
এরপর শুরু হয় আলোচনা সভা। শুরুতে কোরআন তিলাওয়াত এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণটি বড় পর্দায় ভিডিওচিত্রের মাধ্যমে দেখানো হয়।
বক্তব্যের শুরুতে হাইকমিশনার মো. শামীম আহসান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা স্মরণ করেন।
সভায়, জাতির পিতার সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বাস্তবায়নে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান হাইকমিনার।
অনুষ্ঠানে, মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ, হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।