ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

প্রবাস

স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার মাহফিল

মালদ্বীপ প্রতিনিধি

(৬ মাস আগে) ৩০ মার্চ ২০২৪, শনিবার, ৭:৪৯ অপরাহ্ন

mzamin

গতকাল শুক্রবার (২৯ মার্চ সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার উদ্যোগে রাজধানী মালের আহমেদিয়া স্কুলে অডিটোরিয়ামে নিম্ন আয়ের সাধারণ প্রবাসীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি  বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান,   স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, বিএনপি মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,   স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি  ইয়াছিন আলী,  সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,  স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয় সম্পাদক নাসির উদ্দীন আহমদ শাহীন (যুক্তরাজ্য), মোঃ সেলিম হোসেন(সুইজারল্যান্ড), আসলাম ফকির লিটন(ফিনল্যান্ড), মোস্তাফিজুর রহমান জাহিন(সিঙ্গাপুর)।  

উক্ত  অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের মালদ্বীপ শাখার ৩৯ বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সদস্য সচিব  মোঃ নুরনবী মানিক ও মোঃ মাহফুজুর রহমান এর সঞ্চালনায় নবগঠিত কমিটির আহবায়ক মোঃ মাসুম মুন্না অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন,  মোঃ শাহআলম,  মোঃ আলতাব হোসেন, মোহাম্মদ ফারুক হোসে,  সি: যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম,  প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক  মোঃ হারুন প্রমুখ।

সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status