ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাবান ১৪৪৬ হিঃ

প্রবাস

দুর্নীতিবিরোধী সমাবেশের মুখোমুখি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(৩ সপ্তাহ আগে) ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৯:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার সরকার, যারা একসময় প্রতিবাদের অধিকারের জোরালো সমর্থক ছিলেন, তারাই পরিকল্পিত দুর্নীতিবিরোধী সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় দেশটির নাগরিক সমাজ ও তাদের নিজস্ব সমর্থকদের কাছ থেকে সমালোচনার মুখে পড়েছেন।

দি স্ট্রেইট টাইমস জানিয়েছে, ২৫ জানুয়ারি কুয়ালালামপুরে দুর্নীতিবিরোধী একটি প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে সংস্কারের গতি বাড়ানো এবং দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দেওয়া হবে।

“পিপল হেট করাপশন সেক্রেটারিয়াট” নামে একটি গ্রুপ ২৩ জানুয়ারি এক বিবৃতিতে জানিয়েছে, তারা কুয়ালালামপুরের গুরুত্বপূর্ণ একটি শপিং এলাকা থেকে ৮০০ মিটার দীর্ঘ একটি মিছিল করবে। স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, দুইটি বিরোধী দলের যুব শাখাগুলি এই প্রতিবাদে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবাদকারীরা তিনটি প্রধান দাবি তুলেছে। তার মধ্যে রয়েছে, অ্যাটর্নি-জেনারেলের চেম্বারকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আলাদা করা। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনকে (এমএসিসি) স্বাধীন করা। এবং একটি রাজনৈতিক তহবিল আইন চালু করার কথাও রয়েছে।

গ্রুপটি তাদের বিবৃতিতে জানিয়েছে, “আমরা সরকারকে এই তিনটি দাবির ভিত্তিতে দুর্নীতি বন্ধ করার আহ্বান জানাই। কারণ কেবল কঠোর পদক্ষেপ এবং সম্পূর্ণ প্রতিশ্রুতির মাধ্যমেই আমরা দেশের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে পারি এবং ন্যায়বিচার ও সততা শাসনের ভিত্তি হিসেবে নিশ্চিত করতে পারি।”

এদিকে দেশটির নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে , ২৪ জানুয়ারি, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাংবাদিকদের বলেন, প্রতিবাদের অধিকার তাদের রয়েছে, তবে তার সময়ে কোনো দুর্নীতি ঘটেছে কিনা সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি আরো বলেন, “তারা পুরনো বিষয়গুলো তুলে ধরছে – কিছু আমরা সমাধান করেছি, কিছু আমরা করতে পারিনি। এখন যদি কোনো নেতা দুর্নীতিতে জড়িত থাকে, তাহলে আমাদের বলুন, আমরা তা ঠিক করব।”

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছরের মধ্যে আনোয়ার ইব্রাহিমের দুর্নীতিবিরোধী ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। একসময় যিনি নিজেই রাস্তায় প্রতিবাদের পরিচিত মুখ ছিলেন, সেই আনোয়ার ২০২২ সালের নভেম্বরের নির্বাচনের পর সরকার গঠন করতে একসময়ের প্রতিপক্ষ ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (উম্নো)-এর সঙ্গে যোগ দেন। এরপর থেকে উম্নোর গুরুত্বপূর্ণ কয়েকজন মিত্র, যেমন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এবং সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক, তাদের বিরুদ্ধে থাকা কিছু অপরাধমূলক মামলার নিষ্পত্তি লাভ করেছেন।

একই সময়ে, দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) অন্তত তিনজন আনোয়ার বিরোধী নেতা এবং তাদের পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এর মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আনোয়ার ইব্রাহিম অবশ্য আদালতের মামলাগুলির তদন্তে হস্তক্ষেপ করার অভিযোগ অস্বীকার করেছেন।

দি স্ট্রেইট টাইমস, ব্লুমবার্গ-এর বরাতে জানিয়েছে, মালয়েশিয়ান দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) গত ৩১ জানুয়ারি ২০২৪ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মালয়েশিয়া কর্তৃক ঘোষিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৩-এর বিষয়ে একটি বিবৃতি প্রদান করেছে। সে অনুযায়ী মালয়েশিয়া তার অবস্থান উন্নত করতে সক্ষম হয়েছে, ১৮০টি দেশের মধ্যে ৬১তম স্থান থেকে ৫৭তম স্থানে উঠে এসেছে। একই সঙ্গে স্কোর ৪৭ থেকে বেড়ে ৫০ হয়েছে, যা ২০১৯ সাল থেকে ক্রমাগত পতনের পর তিন পয়েন্ট বৃদ্ধি নির্দেশ করে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মালয়েশিয়ার মতে, স্কোর বৃদ্ধির পেছনে অন্যতম কারণ গত দুই বছরে এমএসিসি'র হাই-প্রোফাইল মামলাগুলোর তদন্ত, গ্রেপ্তার এবং শাস্তি প্রদান।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status