ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

প্রবাসীদের চক্ষু সচেতনতা বিষয়ে ইয়ুথ হাব-এর বাংলা থেকে মালয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(৩ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৫, রবিবার, ১১:১৮ পূর্বাহ্ন

mzamin

ইয়ুথ হাব ফাউন্ডেশনের আয়োজনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্যাফে স্টার কাবাবে চক্ষু চিকিৎসা সচেতনতা নিয়ে "বাংলা থেকে মালয়" শীর্ষক আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চক্ষু-চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইয়ুথ হাব ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুমাইয়া জাফরিন চৌধুরী এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ইয়ুথ হাব ফাউন্ডেশনের মহাসচিব পাভেল সারওয়ার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, কনসালট্যান্ট, গ্লুকোমা, ফ্যাকো ও ল্যাসিক বিভাগ, ভিশন আই হসপিটাল; মহাসচিব, বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি; এবং নির্বাহী সদস্য, বাংলাদেশ আই কেয়ার সোসাইটি।

আলোচনায় উঠে আসে বাংলাদেশে চক্ষু চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি, প্রবাসীদের জন্য বাংলাদেশে উন্নতমানের চিকিৎসা সুবিধা গ্রহণের উপায় এবং চোখের যত্নের বিভিন্ন দিক। বক্তারা গ্লুকোমা নির্মূলে সচেতনতা বাড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন, অধ্যাপক ড. উম্মে কাওসার, কনসালট্যান্ট, ভিশন আই হসপিটাল এবং অধ্যাপক, এম.এইচ. শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়ুথ হাব ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী তারেক, ভাইস চেয়ারম্যান ড. তানিয়া ইসলাম এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া মালয়েশিয়ায় বসবাসরত চিকিৎসক, শিক্ষক, ব্যাংকার, ব্যবসায়ী, সাংবাদিক, আইটি ও ইঞ্জিনিয়ারিং পেশাজীবীসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status