ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

প্রবাস

মালয়েশিয়ায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম শুরু

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(১ সপ্তাহ আগে) ১০ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৪:৫৪ অপরাহ্ন

mzamin

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন এবং স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চালু করছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর। আগামী ১৬ জানুয়ারি ২০২৫ থেকে এই সেবা কার্যক্রম শুরু হবে। হাইকমিশনের ঠিকানায় সরাসরি উপস্থিত হয়ে এই সেবা গ্রহণ করা যাবে বলে বিশেষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে হাইকমিশন।

০৯ জানুয়ারী ২০২৫, স্বাক্ষরিত এক স্মারক নম্বরে (স্মারক নং-১৯.০১.৬০০১.০০৪.৩৩,০০২.২০২৪-৬৭) উল্লেখ করে হাইকমিশন জানিয়েছে যে,  মালয়েশিয়ায় বসবাসরত ভোটারযোগ্য প্রবাসী বাংলাদেশীদের জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর হতে জাতীয় পরিচয় নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ড এর কার্যক্রম ও সেবা প্রদান করা হচ্ছে। আগামী ১৬ জানুয়ারী ২০২৫ তারিখ হতে জাতীয় পরিচয় নিবন্ধন ও স্মার্ট এনআইডি কার্ড এর জন্য আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণসহ সকল কার্যক্রম বাংলাদেশ হাইকশিন নং ৫বি এবং ৫সি (লট নং ৯ ও ১০), জালান সুলতান ইয়াহয়া পেত্রা, ৫৪১০০, কুয়ালালামপুর হতে সরাসরি পরিচালিত হবে।

এনআইডি নিবন্ধন ও স্মার্ট কার্ড প্রাপ্তির জন্য প্রবাসী বাংলাদেশীদের নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে, বাংলাদেশ সরকারের নির্ধারিত ওয়েবসাইট https://services.nidw.gov.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রবাসী নাগরিকদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সঠিক মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। পরবর্তীতে উক্ত মোবাইল নম্বরে ওটিপি এবং এনআইডি সম্পর্কিত প্রয়োজনীয় এসএমএস যাবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে লগ-ইন করে আবেদনকারী তার সকল তথ্য প্রদানপূর্বক ফরম ডাউনলোড করে। পরবর্তীতে ডাউনলোডকৃত ফরম সহ নিন্মে বর্ণিত সংশ্লিস্ট কাগজপত্র নিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়াতে আসতে হবে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য নাগরিকের প্রয়োজনীয় দলিলাদি/কাগজপত্র সঙ্গে রাখতে হবে। তার মধ্যে; অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম-২) মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্ট। পিতা-মাতার এনআইডি/মৃত্যু নিবন্ধন বা সনদ।  অনলাইন জন্ম নিবন্ধন সনদ। শিক্ষা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)। সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।  নিকাহনামা, স্বামী/স্ত্রীর এনআইডি (বিবাহিতদের) । নাগরিকত্ব সনদ (মেয়র/কাউন্সিলর/চেয়ারম্যান/সিইও ক্যান্টনমেন্ট এলাকার ক্ষেত্রে)। হিসাব নং-৫৬৪৪২৭৫৬০৮৭৮, বাংলাদেশ হাইকশিন, মে ব্যাংকে ফি বাবদ ৭৫ রিঙ্গিত জমাদানের স্লিপ, বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, মালয়েশিয়া বরাবর জমা দিতে হবে। নিবন্ধিত ব্যক্তি এনআইডি অনলাইন একাউন্টে লগ-ইন করে এনআইডি কার্ড টি ডাউনলোড এবং মুদ্রণ করে ব্যবহার করতে পারবেন।

প্রবাসী বাংলাদেশিদের এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়ে বিস্তারিত জানার জন্য বাংলাদেশ হাইকমিশনের টেলিফোন নম্বর: ৬০৩-২৬০৪০৯৪৬ / ৪৮ / ৪৯ এবং ইমেইল: [email protected] যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status