ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

দ্য সোসাইটি অব বৃটিশ বাংলাদেশি সলিসিটরসের দায়িত্বে প্রেসিডেন্ট গাফ্ফার ও সেক্রেটারি মুনশাদ

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

(২ মাস আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ৩:৩৩ অপরাহ্ন

mzamin

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি সলিসিটরদের সংগঠন ‘দ্য সোসাইটি অব বৃটিশ বাংলাদেশি সলিসিটরস’ এর ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের রিজেন্টস লেক ভেন্যুতে ৭ ফেব্রুয়ারি শুক্রবার  বিকাল ৫.৩০ টা থেকে রাত ৯.৩০ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। অনলাইন ও ব্যালেট বাক্সের ভোট গণনা শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।

নির্বাচনে  মুহাম্মাদ নুরুল গাফ্ফার প্রেসিডেন্ট ও  মুহাম্মাদ মুনশাদ হাবিব চৌধুরী জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দিতাপূর্ণ এই নির্বাচনে ১৩৬ ভোট পান মুহাম্মদ নুরুল গাফফার। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ কামরুল হাসান পেয়েছেন ৬৭ ভোট।

অপরদিকে জয়েন্ট ট্রেজারার পদে ১০৯ ভোট পেয়ে শহীদুল ইসলাম নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহামান পেয়েছেন ৭৭ ভোট।

নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যরা হলেন প্রেসিডেন্ট  মুহাম্মাদ নুরুল গাফফার; ভাইস প্রেসিডেন্ট তাহমিনা কবীর, মো: ইকবাল হোসেন, আব্দুল হালিম সরকার ও কাহার চৌধুরী। জেনারেল সেক্রেটারি মুনসাত হাবিব চৌধুরী; জয়েন্ট সেক্রেটারি ফজলে ইলাহী ও ইমরুল শেখ ইমু; অর্গানাইজিং সেক্রেটারি সালাহউদ্দীন সুমন; ট্রেজারার মোহাম্মদ সেলিম; জয়েন্ট ট্রেজারার শহিদুল ইসলাম; ট্রেনিং ও এডুকেশন সেক্রেটারি ফেরদৌসী কবীর; প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি ফারজানা আফরোজা এবং কালচারাল ও কমিউনিটি সেক্রেটারি কাজী আশিকুর রহমান। এছাড়াও এহসানুল হক, শাহ মিসবাহুর রহমান, এম এ শাফী, মুহাম্মদ সাঈদ বাকি, সুহেল আহমেদ, আবু নোমান, এবং আব্দুর রউফ রুবেল গভর্নিং বডির সদস্য পদে নির্বাচিত হয়েছেন।  

দ্বিবার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার জাজ বেলায়েত হোসেনের নেতৃত্বে ব্যারিস্টার সাইফুল ইসলাম ও সলিসিটর মাসুদ চৌধুরী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রথম পর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিদায়ী প্রেসিডেন্ট ফরিদা  হাকিমের সভাপতিত্বে  ও সেক্রেটারি মাহাদী হাসানের সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিগত বছরের আয় ব্যায়ের হিসাবসহ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী ট্রেজারার মুনসাত হাবিব চৌধুরী ও জয়েন্ট ট্রেজারার কাহার চৌধুরী।

এসবিবিএস এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবারের অন্যতম প্রতিপাদ্য। এতে ইয়াং লয়ার অব দ্য ইয়ার হিসেবে সজিব হোসেন, ল' ফার্ম অব দ্য ইয়ার হিসেবে উইলডান লিগ্যাল সলিসিটরস, লয়ার অব দ্য ইয়ার হিসেবে যৌথভাবে জাবির মিয়া ও ফজলে ইলাহী এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসাবে তৌফিক হোসাইনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এওয়ার্ড এর বিচারক প্যানেলে ছিলেন ব্যারিস্টার ইসলাম খান ও জাজ মুহাম্মদ বেলায়েত হোসাইন। এছাড়া ফেরদৌসী কবীরকে এসবিবিএস প্রেসিডেন্টস এওয়ার্ড ও জাজ মুহাম্মদ বেলায়েত হোসাইনকে এসবিবিএস অনাররী এওয়ার্ড প্রদান করা হয়।

বৃটেনের আইন পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান এক মিলন মেলায় পরিণত হয়।  সলিসিটর সুবের আখতারের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটিশ হাইকোর্টের বিচারপতি স্যার আখলাক চৌধুরী, ব্যারিস্টার মোজাম্মেল হোসেন কেসি, ব্যারিস্টার সুলতানা তফাদার কেসি , ব্যারিস্টার জেইন মালিক কেসি, ব্যারিস্টার আনিস রহমান ওবিই, বিচারপতি ঈমান আলী, টাওয়ার হ্যমলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, সলিসিটর রেগুলেশন অথরিটির শন হিউজ এবং এসবিবিএস প্রতিষ্ঠাতা সভাপতি সহুল আহমেদ মুকু।

আরো উপস্থিত ছিলেন ব্যারোনেস পলা মনজিলা উদ্দিন, জাজ নজরুল খসরু, ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিস্টার শাহাদাত করিম, দেওয়ান মেহেদী, লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট রফিক হায়দার, ব্যারিস্টার সায়েদ আফজাল জামি, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার শাম উদ্দিন, ফকরুল ইসলাম এবং একাউন্টেন্ট রফিক আহমেদ সহ আরও অনেক বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব।

পাঠকের মতামত

Alhamdulillah

MD ARIF hossain
১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ২:০৪ অপরাহ্ন

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status