ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

প্রবাস

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মালয়েশিয়ার জোহর বিএনপির কর্মশালা

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(১ দিন আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ১০:৩০ পূর্বাহ্ন

mzamin

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করেছে মালয়েশিয়ায় জোহর প্রদেশ বিএনপি।

১১ মে, জোহর বারুর বারজায়া ওয়াটারফ্রন্ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

কর্মশালায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মূল উদ্দেশ্য তুলে ধরেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। তিনি বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে রাষ্ট্রকাঠামো সংস্কারের স্বপ্ন দেখছেন, আমরা তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৫ সালের বাকশাল ব্যবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার পতনের ইতিহাস যেমন আছে, তেমনি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারেক রহমান ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে কার্যকর নেতৃত্ব দিয়েছেন।”

কর্মশালায় সভাপতিত্ব করেন জোহর প্রদেশ বিএনপির সভাপতি মো. জয়নুল আবেদিন এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক রহমত উল্লাহ।

শুভেচ্ছা বক্তব্য দেন জোহর বিএনপির উপদেষ্টা ও মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি এমজে আলম।

বিশেষ অতিথির বক্তব্যে অংশ নেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি এস এম রহমান তনু, জোহর বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, মালয়েশিয়া বিএনপির সদস্য জসিম উদ্দিন, যুবদলের সহসাধারণ সম্পাদক রমজান আলি ও সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার সাহসী ভূমিকার উল্লেখযোগ্য দৃষ্টান্ত তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোহর প্রদেশ বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি মো. বাবুল, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লাল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

ঐকমত্য কমিশনে মতামত জমা শেষে সালাহ উদ্দিন আহমেদ/ সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয়

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status