ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রবাস

মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

কাউসার সভাপতি, রাজীব সম্পাদক

বকুল খান

(৬ মাস আগে) ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ১:৫০ অপরাহ্ন

মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কাওসার আমিন হাওলাদার সভাপতি ও সাধারণ সম্পাদক রাজীব দাশ নির্বাচিত হয়েছেন। গতকাল ১৫ অক্টোবর রাতে  বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে এ সম্মেলন। মাল্টার অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।

টেলি কনফারেন্সে  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দণ্ডপ্রাপ্ত জিয়াপুত্র তারেক রহমান লন্ডনে বসে জামায়াত- বিএনপিকে নিয়ে সরকার ও দেশ বিরোধী নানা ষড়যন্ত্র লিপ্ত রয়েছে ।   প্রবাস থেকে সরকারবিরোধী সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস ।

 

দ্বিতীয় অধিবেশনে সর্ব ইউরোপের আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার ডা. এস বি দাশের পরামর্শে যাচাই -বাছাই করে,গণতান্ত্রিক প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান স্থলে মাল্টা আওয়ামী লীগের সভাপতি۔পদে কাউসার আমিন হাওলাদার ও সাধারণ সম্পাদক হিসেবে রাজীব দাশের নাম ঘোষণা করেন ।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি  কাজেম আলি স্বপন। সঞ্চালনা করেন যৌথভাবে কাওসার আমিন ও সাইফুল ইসলাম ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খোন্দকার হাফিজুর রহমান, ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস  ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মনজুরুল হাসান চৌধুরী ,স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি আকরামুজ্জামান কিরণ , গ্রিস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আল আমিন , ইতালি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাবীব চৌধুরী, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, রোম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, ইতালি মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার,পোলান্ড আওয়ামী লীগের শাহরিয়ার সাকু, ডা. কাইয়ুম আহমেদ, পর্তুগাল আওয়ামী লীগ নেতা রনি হুসেন। মাল্টা আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন۔  বিপুল দাশ, তপন ঘোষ, মাইনুল হাসান, দুর্জয়, তরিকুল ইসলাম মিল্টন, নুর শামিম প্রমুখ।

 

এম নজরুল ইসলাম নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন ,আপনাদের ইচ্ছা এবং আকাঙ্খার বাস্তবায়ন হচ্ছে কাওসার-রাজিব নেতৃত্বে মাল্টা আওয়ামী লীগের নতুন কমিটি । প্রত্যাশা করি নতুন এই নেতৃত্ব ,গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার তথা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের  বিভিন্ন দিক  প্রবাসে তুলে ধরবে।  ইউরোপে আওয়ামী লীগের শক্তিশালী নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

 

বিজ্ঞাপন

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

১০

মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন/ কাউসার সভাপতি, রাজীব সম্পাদক

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status