প্রবাস
লন্ডনে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(১১ মাস আগে) ৫ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:১৮ পূর্বাহ্ন

লন্ডনে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ২রা এপ্রিল মঙ্গলবার স্থানীয় রিজেন্ট পার্ক হলে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন এবং যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম শিমুল যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক মহিদুর রহমান, বারিস্টার এম এ সালাম, আনোয়ার হুসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মুজিবুর রহমান, সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ন সম্পাদক মিসবাউজমান সোহেল, কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, দপ্তর সম্পাদক (যুগ্ন সাধারণ সম্পাদক পদমর্যাদায় ) ড. মুজিবুর রহমান মুজিব
সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এজে লিমন এবং যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনায় বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।