ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাবান ১৪৪৬ হিঃ

প্রবাস

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র মতবিনিময়

আরিফ মাহফুজ , লন্ডন থেকে

(২ সপ্তাহ আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৪:১২ অপরাহ্ন

mzamin

বাংলাদেশে সবজি মৌসুমে কৃষকদের সবজিজাত দ্রব্য সংরক্ষণে কয়েক হাজার হিমাগার নির্মাণে আর্থিক সহযোগিতা দিতে ইচ্ছা প্রকাশ করেছে বৃটেনের অন্যতম বৃহৎ ব্যবসায়িক সংগঠন 'বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই )। লন্ডনে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন প্রস্তাব করেন বিবিসিসিআই কর্মকর্তারা।  এসময় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে প্রবাসীদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতসহ প্রবাসীদের সকল প্রকার হয়রানি বন্ধ করা হবে বলে আশ্বাস দেন দলটির নেতারা। 

সংগঠনের সভাপতি মো. রফিক হায়দারের সভাপতিত্বে এবং প্রেস অ্যান্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার, উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য প্রফেসর এজেডএম জাহিদ হোসেন। তিন ঘণ্টাব্যাপী মতবিনিময়ে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এতে।

বিবিসিসিআই সভাপতি রফিক হায়দার বলেন, বৃটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের সুযোগ আরও সম্প্রসারিত করতে বিবিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।বাংলাদেশি উদ্যোক্তাদের বিশ্ববাজারে আরও এগিয়ে নিতে চেম্বারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবজি মৌসুমে সংরক্ষণের অভাবে কৃষকদের সবজিজাত দ্রব্য বিনষ্ট হচ্ছে, সেগুলো সংরক্ষণে যথেষ্ট পরিমাণে হিমাগার নেই।  

বাংলাদেশি উদ্যোক্তাদের বিশ্ববাজারে আরও এগিয়ে নিতে চেম্বারের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে ব্যবসায়ী নেতারা বলেন, আন্তর্জাতিক সম্পর্ক জোরদার ও আধুনিক ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের মাধ্যমে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিবিসিসিআই  সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে। 

তবে সবজি মৌসুমে সংরক্ষণের অভাবে কৃষকদের প্রচুর পরিমাণ সবজিজাত বিনষ্ট হয় সে ক্ষেত্রে ৫০ হাজার কুলরুম স্থাপনে আর্থিক সহায়তা দিতে আগ্রহী বলে  জানান বিবিসিসিআই নেতারা।

সভার সঞ্চালক মিসবাহ চৌধুরী বলেন, আন্তর্জাতিক সম্পর্ক জোরদার ও আধুনিক ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের মাধ্যমে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে, এজন্য বিবিসিসিআই সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে।

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন বিনিয়োগের সম্ভাবনা, নেটওয়ার্কিং বাড়ানো এবং বৃটিশ অর্থনীতিতে বাংলাদেশি ব্যবসায়ীদের ভূমিকা আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন।

বিবিসিসিআই এর এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবসায়িক সম্পর্ককে শক্তিশালী করবে এবং বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন বিবিসিসিআই নেতারা।  

এসময় জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দেশে প্রবাসীদের বিনিয়োগের নিরাপত্তাসহ  সকল প্রকার হয়রানি বন্ধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর এজেডএম জাহিদ হোসেন।  এসময় ডাক্তার জাহিদ আরো বলেন, পতিত হাসিনা সরকার দলীয় দৃষ্টিকোণ থেকে ক্ষমতার অপব্যবহার করে প্রবাসীদের অধিকারকে লোপ করে দিয়েছিলো তবে ভবিষ্যতে  সেটি আর করতে দেয়া হবে না। 
বিগত সরকারের আমলে প্রবাসীদের নানান সময় অবহেলা নির্যাতন করা হয়েছে উল্লেখ  করে বিএনপি নেতা ড.এনামুল হোক চৌধুরী বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে আগামীতে প্রবাসীদের সকল হয়রানি বন্ধসহ তাদের স্বার্থ সংরক্ষণ করা হবে। 

সভায় বিএনপির নেতারা আরও বলেন , বিএনপি ক্ষমতায় গেলে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি সিলেট বিমানবন্দরকে পূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status