প্রবাস
বিএনপির শীর্ষ নেতাদের সাথে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময়
আরিফ মাহফুজ , লন্ডন থেকে
(২ সপ্তাহ আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, ৩:৫৩ অপরাহ্ন

বাংলাদেশে সবজি মৌসুমে কৃষকদের সবজিজাত দ্রব্য সংরক্ষণে কয়েক হাজার হিমাগার নির্মাণে আর্থিক সহযোগিতা দিতে ইচ্ছা প্রকাশ করেছে বৃটেনের অন্যতম বৃহৎ ব্যবসায়িক সংগঠন 'বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই )। লন্ডনে বিএনপির শীর্ষ নেতাদের সাথে মতবিনিময় সভায় এমন প্রস্তাব করেন বিবিসিসিআই কর্মকর্তারা।
এসময় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে প্রবাসীদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতসহ প্রবাসীদের সকল প্রকার হয়রানি বন্ধ করা হবে বলে আশ্বাস দিয়েছেন দলটির নেতারা।
সংগঠনের সভাপতি মো. রফিক হায়দারের সভাপতিত্বে এবং সংগঠনের প্রেস অ্যান্ড পাবলিসিটি ডিরেক্টর মিসবাহ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির চারপার্সনের উপদেষ্টা এম এ মালিক , বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার , উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য প্রফেসর এজেডএম জাহিদ হোসেন। তিন ঘণ্টাব্যাপী মতবিনিময়ে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।