ঢাকা, ১৬ অক্টোবর ২০২৪, বুধবার, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউস সানি ১৪৪৬ হিঃ

প্রবাস

সিআইপি মনোনীত হওয়ায় মোহাম্মদ সোহেল রানাকে মালদ্বীপ দূতাবাসের অভিনন্দন

মোঃ এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি

(১০ মাস আগে) ২৯ নভেম্বর ২০২৩, বুধবার, ৬:৪৯ অপরাহ্ন

mzamin

চতুর্থবারের মতো ভিআইপি মনোনীত হওয়ায় মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাই ফেসবুকে মোহাম্মদ সোহেল রানাকে  অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এবারও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টানা চতুর্থবারের  মতো বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান গ্লোবাল রিচ মালদ্বীপ  প্রাইভেট লিমিটেড স্বত্বাধিকারী  মোহাম্মদ সোহেল রানা।

তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা থেকে সফল উদ্যোক্তা মোহাম্মদ সোহেল রানা।   তিনি শুধু সফল উদ্যোক্তা নয় একজন সমাজ সেবী,  অন্তঃ চক্ষুর আড়ালে অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। করোনাকালে সহায়তা দিয়ে মালদ্বীপ  প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

মোহাম্মদ সোহেল রানা বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি  ক্যাটাগরিতে  ২০১৮,১৯,২০, সহ ২০২১ সালের  জন্য টানা চারবার (ভিআইপি)  নির্বাচিত হয়েছেন। সিআইপি মোহাম্মদ সোহেল রানা প্রতিনিধিকে  জানান, মানুষের সেবাই তার জীবনের ব্রত। কোনো প্রতিদান ছাড়াই তিনি দেশের এবং মানুষের সেবা করে যেতে চান।

প্রবাসী রাজনীতিবিদ মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ দুলাল মাদবর বলেন, সিআইপি মোহাম্মদ সোহেল রানা  নিঃস্বার্থভাবে দেশ ও মানুষের সেবা করে যাচ্ছেন। সামাজিকভাবেই দল-মত নির্বিশেষে মালদ্বীপে বাংলাদেশি কমিউনিটিতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

প্রবাসী রাজনীতিবিদ ও ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান বলেন সিআইপি মোহাম্মদ সোহেল রানা সবসময় সামাজিক মূল্যবোধের ভিত্তিতে অসহায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করা যাচ্ছেন। প্রবাসের নিম্ন আয়ের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি।

গত ২৭ই নভেম্বর (বুধবার) ২০২৩ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০২১ সালের জন্য তিনটি আলাদা ক্যাটাগরিতে সর্বমোট ৮৫ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে নির্বাচিত করা হয়েছে।  আগামী ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে নির্বাচিত সিআইপিদের মধ্যে সম্মাননা ও সিআইপি কার্ড দেয়া হবে বলে জানা গেছে।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status