প্রবাস
বিমানে শোয়েবুর রহমান চৌধুরীর মৃত্যু, তদন্ত চায় 'ভয়েস ফর জাস্টিস' ইউকে
লন্ডন প্রতিনিধি
(১০ মাস আগে) ২৩ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১২ অপরাহ্ন
বিমান যাত্রী শোয়েবুর রহমান চৌধুরীর আকস্মিক মৃত্যুর তদন্তের দাবিতে প্রতিবাদ সভা করেছে ভয়েস ফর জাস্টিস ইউকে। বুধবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়। কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হাই এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিটির বিশিষ্টজনেরা। সভায় বক্তারা দাবি করেন, বিশিষ্ট সমাজসেবী ও কমিউনিটি নেতা বিমান যাত্রী শোয়েবুর রহমান চৌধুরীর মৃত্যু বিমানের কর্মচারীদের গাফিলতির কারণেই হয়েছে। দায়ীদের সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। শোয়েবুর রহমান চৌধুরীর মৃত্যুর সময় ঘটনার চাক্ষুষ স্বাক্ষী একজন বিমান যাত্রী তার বক্তৃতায় অভিযোগ করে বলেন , শোয়েবুর রহমান চৌধুরীকে প্রথমে যে অক্সিজেন দেয়া হয় সেখানে কোনো অক্সিজেন ছিলো না। পরে তার সাথে অমানবিক আচরণ করা হয়েছে । বিমান শোয়েবুর রহমানের সুচিকিৎসার জন্য কোনো জরুরি অবতরণ করেনি। অতীতে চলন্ত বিমানে একই রকম ঘটনা ঘটেছে । সবগুলো ঘটনার পুনঃতদন্ত দাবি করেছে ভয়েস ফর জাস্টিস।