ঢাকা, ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রবাস

সর্বজনীন পেনশনের প্রবাসী স্কিম নিয়ে কুয়েত দূতাবাসে আলোচনা সভা

ইউসুফ আরফাত, কুয়েত থেকে

(৬ মাস আগে) ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার, ৫:৩৮ অপরাহ্ন

mzamin

সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাসী স্কিম সম্পর্কে জানাতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। সোমবার বিকালে দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এই স্কিমের আওতায় সরকারি চাকরিজীবী বাদে দেশের সব নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত। কারও বয়স ১৮ বছরের বেশি হলেই এখন অনলাইনে নিবন্ধন করতে পারবেন। এসময় প্রবাসী স্কিমের আওতাভুক্ত হতে কুয়েতে বসবাসরত প্রবাসীদের আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, প্রতিরক্ষা এট্যাচী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাসান-উজ-জামান, মিনিস্টার (শ্রম) এবং চার্জ দ্যা এ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. ইকবাল আখতারসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
 

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

১০

মাল্টা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন/ কাউসার সভাপতি, রাজীব সম্পাদক

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status