খেলা
না খেলেই ৩ পয়েন্ট চায় ব্রাজিল-আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
২ জুলাই ২০২২, শনিবার
স্থগিত হওয়া ম্যাচ নিয়ে নাটকীয়তার শেষ নেই যেন। প্রথমে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। এরপর ফিফা যখন বললো খেলতেই হবে, তখন ভেন্যু প্রস্তুতিতে নামলো ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। কিন্তু এখন আবার না খেলেই ৩ পয়েন্ট চাইছে ব্রাজিল-আর্জেন্টিনা। গত বছরের সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় লেগে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। কিন্তু ব্রাজিলের সাও পাওলোর স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক সংস্থা আনভিসার হস্তক্ষেপে ম্যাচটি স্থগিত হয়ে যায়। ফিফার নির্দেশ দিয়েছে, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ব্রাজিলের মাটিতেই ম্যাচটা আবার আয়োজন করতে হবে। ২৩ ও ২৭শে সেপ্টেম্বর ফিফার দুটি উইন্ডো খালি আছে। ফিফা নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করে দেয়নি। তবে স্বাগতিক ব্রাজিল ২৩শে সেপ্টেম্বর ম্যাচটি খেলার পক্ষে ছিল।