ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫, রবিবার, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব ১৪৪৬ হিঃ

খেলা

আবেগ ধরে রেখে সুযোগের অপেক্ষায় জাকের আলী

স্পোর্টস রিপোর্টার
৪ মার্চ ২০২৪, সোমবারmzamin

জাতীয় দলে যোগ দিয়েছেন জাকের আলী অনিক। গতকাল সিলেটে করেছেন অনুশীলন। তাসকিন আহমেদের নেতৃত্বে জাতীয় দলের সতীর্থরা তাকে ড্রেসিংরুমে গ্রহণ করে নেন। এর পর জাকের বলেন, ‘আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। সবার একটাই স্বপ্ন থাকে জাতীয় দলের ড্রেসিংরুমে প্রবেশ করা। আমি সবসময় চিন্তা করি যে ভালো কিছু করতে হবে। খারাপ করলে একদম হতাশ হই না, ভালো করলে একদম খুশি হয়ে যাই না। স্বাভাবিক থাকার চেষ্টা করি। আবেগ ধরে রাখার চেষ্টা করি।’ শ্রীলঙ্কা সিরিজের জন্য দেওয়া বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ছিলেন না জাকের আলী। এই উইকেটকিপার-ব্যাটসম্যান সুযোগ না পাওয়ায় নির্বাচকদের বিবেচনাবোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিপিএলে জাকেরের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই জাকেরকে ১লা মার্চ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করা গাজী আশরাফ লিপুর নতুন নির্বাচক কমিটি শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। চোটে ছিটকে পড়া আলিস আল ইসলামের বদলি হিসেবে জাকেরকে দলে ডেকেছেন নির্বাচকরা। জাকের বলেন, ‘ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার ইচ্ছা ছিল। কিন্তু সবসময় চেয়েছি নিজেকে পরিপূর্ণ করেই জাতীয় দলে আসতে। বিপিএলে ভালো পারফরম্যান্সের কারণে সুযোগ হয়েছে। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। শ্রীলঙ্কা সিরিজে দলের পরিকল্পনা অনুযায়ী খেলার লক্ষ্য থাকবে।’ নিজের আবেগ সমসময় নিয়ন্ত্রণে রাখতে চান জাকের। বলেন, ‘অনূভুতি.. একদম স্বাভাবিক ছিলাম। কারণ আমি আগেও বলেছি যে ইমোশন কন্ট্রোল করে চলি সবকিছুতে। আমি একদম স্বাভাবিক ছিলাম। আসলে খুশি হওয়ার কোনো কিছু নেই, আমি সবসময় চিন্তা করি যে ভালো কিছু করতে হবে। খারাপ করলে একদম হতাশ হই না, ভালো করলে একদম খুশি হয়ে যাই না। স্বাভাবিক থাকার চেষ্টা করি। আবেগ ধরে রাখার চেষ্টা করি।’ এবারের বিপিএলে ফিনিশারের ভূমিকায় উজ্জ্বল ছিলেন জাকের আলী। ফাইনালসহ ১৪ ম্যাচের ১০ ইনিংসে ব্যাটিং করে ৯১.৫০ গড়ে করেছেন ১৯৯ রান। সর্বোচ্চ মাত্র ৪০। তবে যেখানে ব্যাটিং করেছেন, সেখানে রান সংখ্যার চেয়ে স্ট্রাইক রেটটাই বেশি গুরুত্বপূর্ণ। সেটি ১৪১ ছাড়ানো। ছক্কা মেরেছেন ১৪টি।

 

খেলা থেকে আরও পড়ুন

Hamdard

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status