ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

শান্ত বলছেন ‘চ্যালেঞ্জিং’

স্পোর্টস রিপোর্টার
৪ মার্চ ২০২৪, সোমবারmzamin

ক’বছর ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভিন্ন ভিন্ন ফরম্যাটে আলাদা অধিনায়ক দিয়ে আসছিল। একজনের ওপর যেন চাপ না হয় সেই ধারায় হাঁটছিল বিসিবি। তবে হঠাৎ করেই এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। এক অধিনায়কের ওপরই এবার সব ফরম্যাটে তারা আস্থা রাতে চান। আলাদা আলাদা অধিনায়ক নিয়ে মূলত তিক্ত অভিজ্ঞতাই তাদের এমন পিছু হঁটার  কারণ। বিশেষ করে বাংলাদেশ দলের অভ্যন্তরে বিবাদের বড় কারণও এটি। ওয়ানডের নেতৃত্ব থেকে তামিম ইকবাল সরে দাঁড়ানোর পর সাকিব আল হাসানের কাঁধে তিন ফরম্যাটের নেতৃত্ব তুলে দেয় বিসিবি। তবে নানা ব্যস্ততায় সাকিবও সরে দাঁড়ান কিংবা বিসিবিই সিদ্ধান্ত নেয় নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেয়ার। এতে তারা আস্থা রাখে নাজমুল হোসেন শান্তর ওপর। টেস্ট, ওয়ানডে  ও টি-টোয়েন্টি সবগুলোতে নেতৃত্ব দেয়া যে কঠিন তা বলার অপেক্ষা রাখে না। যেটাকে শান্ত মনে করছেন ভীষণ চ্যালেঞ্জিংও। অকপটেই তিনি বলেন, ‘আমার মনে হয় কাজটা অবশ্যই চ্যালেঞ্জিং কিন্তু পরিকল্পনা করার দিক থেকে আমি বলব যে সহজ হবে। প্রত্যেকটা খেলোয়াড় সম্পর্কে জানতে হবে। যদিও খেলার মধ্যেই থাকি, একসঙ্গে দেখা হয়, কথা হয়। পরিকল্পনা করা আমার জন্য সহজ হবে যেহেতু তিন সংস্করণেই দায়িত্বে আছি।’
তবে দেশের তিন ফরম্যাটের ক্রিকেটের দায়িত্ব যে অনেক গর্বের ও আনন্দের সেটিও বলেছেন নাজমুল হোসেন শান্ত। অফিসিয়ালি লম্বা সময়ের জন্য অধিনায়ক হওয়ার অনুভূতি জানাতে গিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘অবশ্যই এটা অনেক আনন্দের, পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। ওই সুযোগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছে, অবশ্যই তাদের ধন্যবাদ জানাই আর খুবই আনন্দিত। সাকিব আল হাসান ভারত বিশ্বকাপের আগে ওয়ানডের অধিনায়ত্ব চালিয়ে যাওয়া নিয়ে অনীহা প্রকাশ করায় শান্তর ওপর পড়েছে দায়িত্বের ভার। বিশ্বকাপেও সাকিবের অনুপস্থিতিতে দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন বাঁহাতি ব্যাটার। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ খেলেছে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ। এই পুরো সফরে শান্ত ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। তার অসাধারণ নেতৃত্বেই উভয় ফরম্যাটে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার জয় তুলে নেয় বাংলাদেশ। শান্তর নেতৃত্বেই সম্প্রতি দেশের ক্রিকেটাঙ্গনে আসে অবিস্মরণীয় সব সাফল্য। দুর্দান্ত এই শান্তর পক্ষেই থাকে বিসিবি, তাকেই বেছে নেয় নতুন অধিনায়ক হিসেবে। আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ, যা পূর্ণ দায়িত্বে শান্তর প্রথম অ্যাসাইনমেন্ট।
তবে শুধু অধিনায়ক হয়েই বসে থাকলে হবে না। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। টাইগার অধিনায়ক ভালো করেই জানেন, দলের জন্য তাকে রান করতে হবে। তিনি বলেন, ‘ক্যাপ্টেন না থাকলেও রান করতে হবে। ক্যাপ্টেন থাকলে যে আলাদা ভাবে রান করতে হবে এরকম কিছু না। আমার কাছে মনে হয়, সবার আগে আমি একজন ব্যাটসম্যান। আমার কাজ দলের হয়ে রান করা, যখন আমি ব্যাটিং করব। তারপরে আমার যে দায়িত্বটা আছে সেটা দেখব মাঠে কিংবা মাঠের বাইরে। তাই এখানে আলাদা করে দেখছি না যে, আমি ক্যাপ্টেন ব্যাটিংয়ে আমাকে এক্সট্রা অনেক কিছু করতে হবে।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status