অনলাইন
সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হচ্ছে ১লা মার্চ
অনলাইন ডেস্ক
(১০ মাস আগে) ২৯ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৭ অপরাহ্ন
আগামীকাল ১ মার্চ কার্যকর হবে সয়াবিন তেলের নতুন দাম। আগামীকাল শুক্রবার থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৩ টাকায়। প্রতি লিটার লুজ সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। এ ছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম পড়বে ৮০০ টাকা।
২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়। সেদিনই বলা হয়, ১ মার্চ থেকে সয়াবিন তেলের নতুন এই দর কার্যকর হবে।
সেদিনের সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘সরকার পাঁচ টাকা ছাড় দিয়েছে। এখন রমজান সামনে রেখে আপনারা নিজেরাও পাঁচ টাকা ছাড় দেন।’
সভায় উপস্থিত মিলমালিক ও তেল পরিশোধনকারীরা তা মেনে নিলে নতুন দাম নির্ধারিত হয়। পবিত্র ঈদুল ফিতরের পর সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
এর আগে গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে চার নিত্যপণ্যের শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব পণ্য হলো চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর। এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শুল্ক কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
পাঁচ টাকা কমিয়ে জনগণের প্রতি বিশাল করুণা করলো সরকার! (জুলুমের আর কত বাকি পাঞ্জেরি!)
আহা.... আমাদের অবৈধ, ভোটাছাড়া সরকার হলেও জনগণের প্রতি তার কত মায়া-মমতা, দরদ!!!??? জনগণের অসুবিধা নিয়ে কত চিন্তা!!!!?? কত দায়িত্ব!!!??? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমানোর জন্য তার কী নিরলস প্রচেষ্টা!!!???
"আগামীকাল শুক্রবার থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৩ টাকায়।" - মনে হয় ১৬৩ হবে ।