খেলা
পাকিস্তান সিরিজ মিস করতে পারেন উইলিয়ামসন!
স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারআগামী এপ্রিলে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির এই সিরিজে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। যদিও সংক্ষিপ্ত ফরম্যাটের এই গুরুত্বপূর্ণ সিরিজে কেইন উইলিয়ামসনসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকবেন না দলে। আইপিএলে খেলার কারণে এই সিরিজ মিস করবেন তারা। পাকিস্তানের একাধিক গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মিনি নিলামে দল পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের তারকা ড্যারিল মিচেল, লুকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। এছাড়া আগে থেকেই রিটেইন তালিকায় ছিলেন কেইন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার ও ট্রেন্ট বোল্ট। জাতীয় দলের সিরিজ থাকলেও, এর আগে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের আইপিএলকে বেছে নিতে দেখা গিয়েছিল। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজেও তেমনটা ঘটার সম্ভাবনা প্রবল। তবে কিউই ক্রিকেট বোর্ড ওই সিরিজ থেকে একসঙ্গে কতজন ক্রিকেটারকে ছাড়পত্র দেয় সেটাই দেখার বিষয়। তবে এটা নিশ্চিত, বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকছেন পাকিস্তান সিরিজে। আগামী ১৪-২৮ এপ্রিলের মধ্যে হতে পারে পাকিস্তান-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। মূলত কিউই দলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় ঠিকঠাক করার পরই সিরিজের সূচি দেওয়ার কথা ভাবছে পিসিবি। বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, পাঁচ ম্যাচের সিরিজটি হতে পারে দুটি ভেন্যুতে। সে দৌড়ে এগিয়ে আছে লাহোর ও রাওয়ালপিন্ডি।