ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব ১৪৪৬ হিঃ

খেলা

জাতীয় দলের কোচ হতে চান গার্দিওলা, গন্তব্য আর্জেন্টিনা নাকি ব্রাজিল?

স্পোর্টস ডেস্ক

(১০ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার, ১২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

mzamin

ক্লাব কোচিংয়ে অর্জনের বাকি নেই পেপ গার্দিওলার। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটির ডাগআউটে দাঁড়িয়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড। এবার আন্তর্জাতিক অঙ্গন অলঙ্কৃত করতে চান গার্দিওলা। জাতীয় দলের হয়ে জিততে চান বিশ্বকাপ, ইউরো চ্যাম্পিয়নশিপ কিংবা কোপা আমেরিকা।
কোচ হিসেবে ক্লাব ফুটবলে ৩২ শিরোপা জিতেছেন পেপ গার্দিওলা। বার্সেলোনাকে ৩টি স্প্যানিশ লা লিগা, বায়ার্ন মিউনিখকে ৩টি জার্মান বুন্দেসলিগা, ম্যান সিটিকে ৫টি প্রিমিয়ার লীগ শিরোপা জেতানো এই স্প্যানিয়ার্ডের ঝুলিতে রয়েছে চ্যাম্পিয়নস লীগ ট্রফিও। অর্জনে টইটম্বুর ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তিতে ভোগেন গার্দিওলা? স্প্যানিশ কোচের ভাষ্য, আন্তর্জাতিক শিরোপা জিততে চান এবার। ‘ইএসপিএন ব্রাজিল’কে দেয়া সাক্ষাৎকারে গার্দিওলা জানিয়েছেন, বিশ্বকাপ, ইউরো কিংবা কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টে কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে চান। তিনি বলেন, ‘জাতীয় দলের (হয়ে অর্জনের বাকি)। বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা ইউরোয় জাতীয় দলের দায়িত্ব নিতে চাই।’
আন্তর্জাতিক ফুটবলে পা রাখতে চাওয়া গার্দিওলার কি কোনো দল পছন্দ আছে? তিনি বলেন, ‘জানি না, কোন দেশ আমাকে চাইবে! জাতীয় দলের জন্য কাজ করতে তাদের আমাকে চাইতে হবে, যেভাবে ক্লাব চায়।’
গার্দিওলা বলেন, ‘বিশ্বকাপ, ইউরো কিংবা কোপা আমেরিকায় কেমন লাগে, সেই অভিজ্ঞতা নিতে চাই। জানি না, এটা কবে হবে। এখন থেকে ৫, ১০ কিংবা ১৫ বছরও লেগে যেতে পারে। তবে বিশ্বকাপে কোচিংয়ের অভিজ্ঞতাটা নিতে চাই।’
আর্জেন্টাইন দৈনিক সিবিএস স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল ফুটবলে গার্দিওলার আগ্রহ জেনে তাকে ভেড়ানোর চেষ্টা করতে পারে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। এক বছর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করেও তাকে ভেড়াতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। শেষতক দরিভাল জুনিয়রের কাঁধে দায়িত্ব অর্পণ করেছে সেলেসাওরা। সিবিএসের প্রতিবেদনে বলা হয়, ৬১ বছর বয়সী দরিভাল আনচেলত্তি কিংবা গার্দিওলার পর্যায়ের কোচ নয়। সেজন্যই বিশ্বকাপের আগে গার্দিওলাকে ভেড়াতে আগ্রহী হতে পারে ব্রাজিল। দরিভালকে কোচ নিয়োগ দেয়ার আগেও সিবিএসের সঙ্গে নাম জড়িয়ে খবরের শিরোনাম হন ম্যান সিটি কোচ গার্দিওলা।
এদিকে আসন্ন কোপা আমেরিকার পরই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়বেন লিওনেল মেসিদের বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি। শূন্যস্থান পূরণ করতে গার্দিওলা হতে পারেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রথম পছন্দ। গার্দিওলা যেহেতু ইউরোপিয়ান দলের প্রতিও আগ্রহী, সেক্ষেত্রে জার্মানি হতে পারে এই স্প্যানিয়ার্ডের পরবর্তী গন্তব্য। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের পরই জার্মানি জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন ইউলিয়ান নাগেলসম্যান। শূন্যস্থান পূরণে গার্দিওলাকে বেছে নিতে পারে জার্মানরা।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status