ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

‘সুযোগ-সুবিধা পেলে দেশকে এমন পদক আরও এনে দিতে পারবো’

স্পোর্টস রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
mzamin

ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে জহির রায়হান ৪০০ মিটার স্প্রিন্টে রুপা ও হাইজাম্পার মাহফুজুর রহমান জিতেছেন ব্রোঞ্জ। আগের রাতে তেহরান থেকে ফেরা জহির রায়হান ও মাহফুজুর রহমান গতকাল দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে প্রবেশ করে বলেন, ‘এটাই শেষ নয়, দীর্ঘমেয়াদি অনুশীলন এবং যাবতীয় সুযোগ-সুবিধা পেলে দেশকে এমন পদক আরও এনে দিতে পারবো।’ কাজাখস্তানের রাজধানী আসতানায় ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন ইমরানুর রহমান। বৈশ্বিক আসরে নিয়মিতই খেলে থাকেন লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। কখনো কখনো ওইসব আসরের সেমিফাইনালেও পৌঁছেছেন। মূলত লন্ডনের মতো উন্নত পরিবেশে অনুশীলন করেন বলেই ইমরান ভালো করতে পারছেন- এমন উদাহরণ টেনে জহির রায়হান বলেন, ‘ইমরান ভাইয়ের মতো সুযোগ সুবিধা পেলে অবশ্যই আমরা দেশকে আরও পদক এনে দিতে পারবো। কেবল এশিয়ান পর্যায়ে নয়, অলিম্পিক পর্যায়েও আমরা পদক জিততে পারবো।’

 প্রথমবার এশিয়ান ইনডোরে খেলতে গিয়েই পদক জিতলেন এই স্প্রিন্টার। দেশের মাটিতে ৪০০ মিটারে টানা নয়বার ও ২০০ মিটারে পাঁচবার স্বর্ণপদক জিতেছেন জহির। তাই এশিয়ান ইনডোরে পদকের প্রত্যাশা না থাকলেও ভালো করার ইচ্ছে ছিল তার। তিনি বলেন, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ডসহ নয়বার ৪০০ মিটারে স্বর্ণপদক জিতেছি। তাই ভালো করার আশা ছিল ইনডোরে। দেশের জন্য পদক জিততে পারায় খুব ভালো লাগছে।’ এসএ গেমসে পদক জিতে আসার পর অনেক ক্রীড়াবিদকেই ফ্ল্যাট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে জহির রায়হান বলেন, ‘এশিয়ান পর্যায়ে নিজেদের সর্বোচ্চটা দিয়ে পদক জিতে আসার পর আমরাও কিছু প্রত্যাশা করি সরকারের কাছ থেকে।’ 

নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান (এসএ) গেমসে ২.১৬ মিটার উচ্চতায় লাফিয়ে রুপা জিতেছিলেন মাহফুজুর রহমান। এবার এশিয়ান ইনডোরে ২.১৫ মিটারে জিতলেন ব্রোঞ্জ। বৈশ্বিক আসরে ভালো করতে হলে বিদেশের মাটিতে দীর্ঘমেয়াদী অনুশীলনের বিকল্প নেই বলেই মনে করেন হাইজাম্পে ব্রোঞ্জজয়ী মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘আমার একটাই চাওয়া, বিদেশের মাটিতে দীর্ঘমেয়াদী অনুশীলন। এর কোন বিকল্প নেই। বিদেশে অনুশীলন করতে পারলে আরও পদক জেতা অসম্ভব নয়।’ এশিয়ান ইনডোরে প্রথমবারের মতো ৪০০ মিটার স্প্রিন্ট ও হাইজাম্প অন্তর্ভূক্ত করা হয়েছিল। ভবিষ্যতে আরও ইভেন্ট যোগ হলেও সেখানেও লাল সবুজের অ্যাথলেটদের পাঠানো উচিত বলে মনে করেন মাহফুজ, ‘কেবল ১০০ মিটার স্প্রিন্টই নয়, সম্ভাবনা থাকা সব ইভেন্টেই ক্রীড়াবিদ পাঠানো উচিত। তাতে বাংলাদেশের অর্জন আরও বাড়বে। যার প্রমান আমরা।’ ভবিষ্যতের লক্ষ্য নিয়ে মাহফুজ বলেন, ‘সামনে জাতীয় চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান গেমস ও সাফ অ্যাথলেটিক্স রয়েছে। অবশ্যই আরও ভালো পারফর্ম করে সেখানে ২.২১ মিটার উচ্চতায় লাফিয়ে রেকর্ড গড়তে চাই।’  

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status