ঢাকা, ১১ নভেম্বর ২০২৪, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বিসিবি’র নতুন দায়িত্ব পেয়ে বাশার ‘তৃণমূল থেকে কাজ করতে চাই’

স্পোর্টস রিপোর্টার
২১ ফেব্রুয়ারি ২০২৪, বুধবারmzamin

২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি ছিল মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের। ওই প্যানেলের একজন সদস্য ছিলেন হাবিবুল বাশার সুমন। নতুন করে নান্নু এবং বাশারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। চলতি মাসের ১২ তারিখ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন নতুন নির্বাচকদের নাম। নান্নুর জায়গায় নতুন প্রধান নির্বাচক হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। আর সুমনের জায়গায় নির্বাচক হয়েছেন হান্নান সরকার। নির্বাচক হিসেবে না থাকলেও নান্নু সুমনকে নতুন দায়িত্বে আনতে চান বিসিবি বস নাজমুল হাসান পাপন। সেই কথাই যেন রাখলো বিসিবি। গতকাল বিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিবুল বাশার সুমন। আর বিসিবি’র নতুন দায়িত্ব পেয়ে অনুভূতির কথা জানিয়ে সুমন বলেন, ‘এটা অনেক বড় একটি দায়িত্ব। নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চাই, চ্যালেঞ্জিং অবশ্যই। নারী জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এ বছর। আমার মনে হয় জাতীয় দল নয় পুরো নারী ক্রিকেটটাই আমার মূল ফোকাস। তবে জাতীয় দলের পাশাপাশি বাশারের চোখ তৃণমূলে, ‘বাংলাদেশ নারী ক্রিকেটেই ফোকাস রাখছি। জাতীয় দল তো জাতীয় দলের জায়গায় আছে, আমার লক্ষ্য তৃণমূল থেকে কাজ করে নারী ক্রিকেটারকে জাতীয় পর্যায়ে আনা। সেই সুযোগটা তৈরি করতে চাই।’ পদবি অনুযায়ী মহিলা উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেলের পর দায়িত্বটা এখন হাবিবুল বাশার সুমনের সবচেয়ে বেশি। হেড অব অপারেশন হিসেবে দেশের ঘরোয়া এবং আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের পরিকল্পনা থেকে শুরু করে সবকিছুই দেখভাল করতে হবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। এ ছাড়া মেয়েদের ক্রিকেটের ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েও কাজ করবেন তিনি। জাতীয় দলের পর বাংলাদেশে এখন শুধু অনূর্ধ্ব-১৯ পর্যায়েই আছে মেয়েদের ক্রিকেট দল। মেয়েদের স্কুল ক্রিকেট নিয়েও কাজ করার চিন্তা আছে জানিয়ে সুমন বলেন, ‘ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী করতে চাই। চেষ্টা করবো স্কুলের মেয়েদের ক্রিকেটে আনতে। তাহলে আমাদের খেলোয়াড় সরবরাহটাও বাড়বে বলে আশা করি।’ গতকাল  বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে আলোচনার পর সুমনের নতুন দায়িত্বে আসাটা চূড়ান্ত হয়। পরে তিনি মহিলা উইং প্রধান শফিউল আলম চৌধুরীর সঙ্গে বসে তার দায়িত্ব ও কাজের পরিধি সম্পর্কে জানেন। এর আগে ২০১৬ সালে জাতীয় নির্বাচক থাকার সময় মেয়েদের ক্রিকেটের নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছিল সুমনকে। তবে তিনি সে দায়িত্ব বুঝে নেয়ার আগেই সিদ্ধান্ত পরিবর্তন করে বিসিবি। তখন অবশ্য মেয়েদের ক্রিকেটে আলাদা নির্বাচক কমিটি ছিল না। জাতীয় নির্বাচক কমিটিই মেয়েদের দল নির্বাচন করতো। এখন আলাদা নির্বাচক কমিটি আছে। দুই সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ ও সজল চৌধুরী আছেন সে দায়িত্বে। বিসিবি থেকে নতুন দায়িত্ব দেয়া হবে মিনহাজুল আবেদীনকেও। তবে দায়িত্বটা কী হবে, তা এখনো নিশ্চিত নয়। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status