খেলা
‘গুজব’ ঠেকাতে ভিডিও বার্তা মেসির
স্পোর্টস ডেস্ক
(১০ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন
চোটের কারণে হংকংয়ে প্রীতি ম্যাচ খেলেননি লিওনেল মেসি। ঘটনার বেশ কিছুদিন পেরোলেও থামছে না আলোচনা-সমালোচনা। গুঞ্জন ছড়িয়েছে, রাজনৈতিক কারণে চীনে অনুষ্ঠিত ইন্টার মায়ামির ম্যাচটিতে অংশ নেননি আর্জেন্টাইন সুপারস্টার। এবার খবরটিকে ‘ভুয়া’ দাবি করে ভিডিও বার্তা দিলেন মেসি।
গত ৪ঠা ফেব্রুয়ারি হংকং একাদশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে ইন্টার মায়ামি। পিঙ্ক লেডদের ৪-১ গোলে জয়ের সেই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। মায়ামি জানিয়েছে, চোটের কারণে খেলায় নামতে পারেননি দলটির অধিনায়ক। তবে আর্জেন্টাইন সুপারস্টারকে না খেলানোয় ক্ষোভে ফেটে পড়ে হংকং সরকার। ম্যাচের জন্য পূর্ব নির্ধারিত অনুদানও কমিয়ে নেয় তারা। চীনের কিছু রাজনীতিবিদের দাবি, মেসি পুরো ফিট থাকার পরও চীনকে ছোট করার জন্য হংকং লীগ একাদশের বিপক্ষে ম্যাচটি খেলেননি। আলোচনা-সমালোচনার মধ্যে মুখ খুললেন মেসি। চীনা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ওয়েইবোতে পোস্ট করা এক ভিডিও বার্তায় আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘হংকংয়ের সেই ম্যাচের পর অনেক কিছু বলা হয়েছে, তার সবই আমি পড়েছি। আমি এই ভিডিও রেকর্ড করতে চেয়েছি আপনাদের সত্যি বিষয়টা জানানোর জন্য। যাতে কেউ যেন মিথ্যা খবরগুলো আর না পড়ে।’
মেসি বলেন, ‘মানুষকে এটাও বলতে শুনছি যে, আমি রাজনৈতিক কারণে খেলিনি। আরো অনেক কারণের কথা বলছে তারা। যেটা সম্পূর্ণ অসত্য। এটা যদি সত্যিই হতো তাহলে আমি জাপান বা চীন সফরে যেতাম না। দুই জায়গাতেই আমি অনেকবার গিয়েছি। ক্যারিয়ারের শুরু থেকেই চীনের সঙ্গে আমার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ও বিশেষ।’
হংকংয়ে খেলতে না পারলেও তার তিনদিন পরই জাপানিজ দল ভিসেল কোবের বিপক্ষে খেলেছিলেন মেসি। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হংকংয়ে খেলতে না পারার ব্যাখ্যা দিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। সেই প্রসঙ্গ টেনে মেসি বলেন, ‘যেমনটা আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম, আমি চোটে ভুগছিলাম এবং (রিয়াদ সিজন কাপে) সৌদি আরবে প্রথম ম্যাচটা খেলতে পারিনি। (সৌদি আরবে) দ্বিতীয় ম্যাচে আমি কিছু সময় খেলেছি। কিন্তু সমস্যা আরো বেড়েছে। এরপর হংকংয়ে ম্যাচের আগের দিন আমি অনুশীলনের চেষ্টা করেছি।’
মেসি বলেন, ‘কয়েকদিন পর আমি একটু ভালো অনুভব করি। এ কারণেই আমি জাপানে কিছুটা সময় খেলতে পেরেছি। ফিট হয়ে উঠতে এবং গতি ফিরে পেতে আমাকে খেলতেও হতো।’
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব শেষে মেজর লীগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরুর অপেক্ষায় ইন্টার মায়ামি। আগামী ২২শে ফেব্রুয়ারি রিয়াল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন সিজন শুরু হবে মেসি-সুয়ারেজদের।