খেলা
দুর্ঘটনার কবলে রিয়ালের টিম বাস
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

চ্যাম্পিয়নস লীগের ম্যাচ খেলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো রিয়াল মাদ্রিদের টিম বাস। জার্মানির এরফুর্ট বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওয়ার সময় ভিনিসিউস-বেলিংহ্যামদের বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি প্রাইভেট কারের।
আজ রাতে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে আরবি লাইপজিগের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। ম্যাচ খেলতে স্পেন থেকে সরাসরি লাইপজিগে যাওয়ার কথা ছিল লস ব্লাঙ্কোদের। তবে লাইপজিগের বিমানবন্দরে ধর্মঘট চলায় পাশের শহর এরফুর্টে অবতরণ করে রিয়ালের বিমান। সেখান থেকে টিম হোটেলের দূরত্ব ১৫০ কিলোমিটারের বেশি। পথটুকু বাসে অতিক্রিম করে রিয়াল। মাদ্রিদের বাসটি যে পথ দিয়ে যাচ্ছিল, সেই রাস্তায় একটি টয়োটা প্রাইভেট কার লেন পরিবর্তন করছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রিয়ালের টিম বাসে। জার্মানির শীর্ষ পত্রিকা বিল্ডের খবর, টয়োটা গাড়িটি মূলত ধাক্কা খেয়েছে রিয়ালের বাসের চালকের আসনের কাছাকাছি জায়গায়। এতে বাসের খুব একটা ক্ষতি হয়নি। ভেতরে থাকা রিয়াল খেলোয়াড় কিংবা কোচিং স্টাফদের কেউ আহতও হননি। তবে টয়োটা গাড়ির প্রায় ৩ হাজার ইউরোর মতো ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন লাখ টাকারও বেশি। বিল্ডের প্রতিবেদনে বলা হয়, টয়োটা গাড়ির ধাক্কা খাওয়ার পর বাস থেকে নেমে আসেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় এবং কোচিং স্টাফরা।
স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, লেন পরিবর্তন নয়; বরং রিয়ালের টিম বাসের ভিডিও ধারণ করতে গিয়েই সেই প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারান। রিয়াল মাদ্রিদের এক মুখপাত্র মার্কাকে বলেন, ‘একজন ভক্ত আমাদের বাসের ভিডিও করছিলেন এবং তারপরই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আমরা শুরুতে বুঝতেও পারিনি। বাসের পেছনে যারা ছিলেন তারা ঘটনাটি ভালোভাবে দেখেছেন।’